বর্ধমান বিশ্ববিদ্যালয়ে দূরশিক্ষা বিভাগ। ছবি: সংগৃহীত।
বর্ধমান বিশ্ববিদ্যালয় দিচ্ছে শিক্ষকতার সুযোগ। বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ডিসট্যান্ট অ্যান্ড অনলাইন এডুকেশন-এর বিভিন্ন বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হবে। শূন্যপদ আটটি।
গণিত, রাষ্ট্রবিজ্ঞান, কম্পিউটার সায়েন্স এবং ব্যাচেলর অফ এডুকেশন (বিএড)-এর জন্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসর প্রয়োজন। উল্লিখিত বিষয়ে পিএইচডি এবং বিএড ডিগ্রি রয়েছে, এমন প্রার্থীরা ওই পদে চাকরির সুযোগ পাবেন। তাঁদের বয়স ৪০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। তবে, প্রার্থীদের কোনও বিশ্ববিদ্যালয় বা কলেজে শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতা থাকতেই হবে।
এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা বিভাগে অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ানও নিয়োগ করা হবে। লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স কিংবা সমতুল বিষয়ে পিএইচডি সম্পূর্ণ করেছেন, এমন ব্যক্তিরা উল্লিখিত পদের জন্য আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে তাঁদের ওই বিভাগে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। এই কাজের জন্য একজনকে নিয়োগ করা হবে।
উল্লিখিত পদে নিযুক্তেরা ৪০,০০০ টাকা প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে পাবেন। তাঁদের বয়স ৪০ বছরের মধ্যে হওয়া আবশ্যক। আগ্রহীদের ডাকযোগে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনমূল্য হিসাবে ১,৫০০ টাকা ধার্য করা হয়েছে। আবেদনের শেষ দিন ২৭ জানুয়ারি।