স্পাইসেস বোর্ড। ছবি: সংগৃহীত।
কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রক অধীনস্থ সংস্থায় চাকরির সুযোগ। ওই সংস্থায় রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে তিন জনকে।
স্পাইসেস বোর্ড-এ নিযুক্তদের কাজ করতে হবে। তাঁদের বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। প্রাথমিক ভাবে এক বছরের চুক্তিতে কাজ করতে হবে। পরবর্তীকালে চাহিদা অনুযায়ী ওই মেয়াদ বৃদ্ধি করা হতেও পারে।
কৃষিবিদ্যা, উদ্ভিদবিদ্যা, প্রাণিবিদ্যা, উদ্যানবিদ্যা, মাইক্রোবায়োলজি, ফুড টেকনোলজি, ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা ওই কাজে যোগ দেওয়ার সুযোগ পাওয়া যেতে পারে। তবে, তাঁদের পোস্ট হারভেস্ট হ্যান্ডলিং, প্রসেসিং, ক্রপ ইমপ্রুভমেন্ট, প্লান্ট প্যাথোলজি নিয়ে অন্তত দু’বছরের কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
নিযুক্তেরা প্রতি মাসে ৩৫ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে পাবেন। তাঁদের সিকিমের স্পাইসেস বোর্ড রিজিয়োনাল রিসার্চ স্টেশনে নিয়োগ করা হবে। প্রার্থীদের যোগ্যতা লিখিত পরীক্ষার মাধ্যমে যাচাই করে নেবে ওই সংস্থা। তাই আগ্রহীদের ওই দফতরেই ১২ ফেব্রুয়ারি জীবনপঞ্জি, কর্মজীবনের অভিজ্ঞতার শংসাপত্র এবং শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রমাণপত্র নিয়ে পৌঁছে যেতে হবে।