IMD Recruitment 2025

ভারতীয় আবহাওয়া দফতরে যোগদানের সুযোগ! কোন যোগ্যতায় হওয়া যাবে প্রজেক্ট সায়েন্টিস্ট?

আবহাওয়া দফতরের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে কর্মী নিয়োগ করা হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৫ ১৩:৩২
ভারতীয় আবহাওয়া দফতর।

ভারতীয় আবহাওয়া দফতর। ছবি: সংগৃহীত।

ভারতীয় আবহাওয়া দফতরে চাকরির সুযোগ। ওই দফতরের তরফে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নদের আবেদন গ্রহণ করা হবে। শূন্যপদ ১২৯টি।

Advertisement

প্রজেক্ট সায়েন্টিস্ট, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে। প্রজেক্ট সায়েন্টিস্ট হিসাবে পদার্থবিদ্যা, গণিত, আবহাওয়াবিদ্যা, অ্যাটমোস্ফেরিক সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, রিমোট সেন্সিং, কম্পিউটার সায়েন্স-এর মতো বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা আবেদনের সুযোগ পাবেন। এই পদে ৩০ থেকে ৫০ বছর বয়সিদের আবেদন গ্রহণ করা হবে।

সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পদে কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স কিংবা সমতুল বিষয়ে স্নাতকদের নিয়োগ করা হবে। অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট হিসাবে যে কোনও বিষয়ে স্নাতকেরা আবেদনের সুযোগ পাবেন। উল্লিখিত পদে ৩০ বছর বয়সিদের নিয়োগ করা হবে।

প্রতিষ্ঠানের তরফে প্রজেক্ট সায়েন্টিস্ট-দের জন্য ৫৬,০০০ থেকে ১,২৩,১০০ টাকা বেতনক্রমে বেতন নির্ধারণ করা হয়েছে। সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্টদের ২৯,২০০ টাকা বেতন দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন পত্র জমা দিতে পারবেন।

আবেদনপত্রের সঙ্গে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতা, কর্মজীবনের শংসাপত্রের মত গুরুত্বপূর্ণ নথি পাঠাতে হবে। আবেদন পাঠানোর শেষ দিন ১৪ ডিসেম্বর। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে।

Advertisement
আরও পড়ুন