NCERT Recruitment 2025

কেন্দ্রীয় সরকার অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠানে কর্মখালি, কারা আবেদন করবেন?

কাজের পূর্ব অভিজ্ঞতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। সংশ্লিষ্ট পদে টেকনিক্যাল পার্সোনেল পদে কর্মখালি রয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:২০
CIET Images.

ছবি: সংগৃহীত।

কেন্দ্রীয় সরকার অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠানে কর্মী নিয়োগ করা হবে। সেন্ট্রাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল টেকনোলজি-র তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিষ্ঠানে টেকনিক্যাল পার্সোনাল পদে কাজের সুযোগ রয়েছে। তবে বিজ্ঞপ্তিতে আবেদনের শর্তাবলি দেওয়া হলেও সংশ্লিষ্ট পদে কত জনকে নিয়োগ করা হবে, সেই তথ্য দেওয়া নেই।

Advertisement

ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইনফরমেশন টেকনোলজি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, রেডিয়ো, টেলিভিশন কমিউনিকেশনের মধ্যে যে কোনও একটি বিষয়ে তিন বছরের ডিপ্লোমা সম্পূর্ণ করেছেন, এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন।

এ ক্ষেত্রে ন্যূনতম তিন বছর এডুকেশনাল মিডিয়া প্রোডাকশন সংক্রান্ত কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। আবেদনকারীদের বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। নিযুক্তদের জন্য প্রতিদিন ২,৫০০ টাকা করে ভাতা হিসাবে বরাদ্দ করা হয়েছে।

অনলাইনে ইমেল মারফত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ২১ ফেব্রুয়ারি। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন