গ্রাফিক: আনন্দবাজার ডট কম ডেস্ক
চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতালে চাকরির সুযোগ। হাজরার এই হাসপাতালে সিনিয়র রেসিডেন্ট পদে কর্মখালি রয়েছে। চুক্তির ভিত্তিতে ওই পদে কর্মী নিয়োগ করা হবে। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের কথা জানিয়েছে ওই হাসপাতাল। শূন্যপদ দু’টি।
প্রতিষ্ঠানের মেডিক্যাল অংকলজি এবং সার্জিক্যাল অংকলজি বিভাগের জন্য সিনিয়র রেসিডেন্ট নিয়োগ করা হবে। ওই পদে ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিল অনুমোদিত প্রতিষ্ঠান থেকে অংকলজি কিংবা রেডিয়োথেরাপি বিষয়ে বিশেষ ডিগ্রি অর্জন করেছেন, এমন প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে। প্রার্থীদের ওই বিষয়ে ডক্টর অফ মেডিসিন (এমডি), ডক্টরেট অফ মেডিসিন (ডিএম), মাস্টার অফ চিরুগিয়ে-এর (এমসিএইচ) মধ্যে যে কোনও একটি ডিগ্রি থাকা চাই।
এ ছাড়াও প্রার্থীদের মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ায় নাম নথিভুক্ত থাকা প্রয়োজন। ইন্টারভিউয়ের সময় ওই নথিভুক্তকরণের শংসাপত্রটি সঙ্গে রাখতে হবে। আবেদনের জন্য প্রার্থীদের বয়স অনূর্ধ্ব ৩৭ বছর হতে হবে।
নিযুক্তকে ৪৪ দিন মেয়াদের ভিত্তিতে উল্লিখিত পদে কাজ করতে হবে। কাজের ভিত্তিতে পরবর্তী কালে ওই মেয়াদ বৃদ্ধি পেতে পারে। আগ্রহীদের ইন্টারভিউয়ে যোগদানের জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত ব্যাঙ্কের শাখায় একটি ১০০ টাকার ডিমান্ড ড্রাফ্ট জমা দিতে হবে।
২৪ জানুয়ারির মধ্যে জীবনপঞ্জি, ডিমান্ড ড্রাফ্ট গ্রহণের নথি নিয়ে আবেদনপত্র জমা দেওয়া প্রয়োজন। কবে ইন্টারভিউ নেওয়া হবে, তা বাছাই হওয়া প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।