WB Govt Job 2025

পাহাড়ে গিয়ে শিক্ষকতা করতে চান? সুযোগ দিচ্ছে দার্জিলিং হিল্‌স ইউনিভার্সিটি

ইংরেজি, ইতিহাস, গণজ্ঞাপন, নেপালি, রাষ্ট্রবিজ্ঞান এবং গণিত বিষয় পড়াতে হবে। সব ক’টি বিষয়ে দু’জন করে নেওয়া হবে। মোট নিয়োগ হবেন ১২জন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ জুন ২০২৫ ২১:৪৫
দার্জিলিং হিল্‌স ইউনিভার্সিটি।

দার্জিলিং হিল্‌স ইউনিভার্সিটি। ছবি: সংগৃহীত।

পাহাড়ের কলেজে গিয়ে শিক্ষকতার ইচ্ছে থাকলে খোঁজ নিতে পারেন দার্জিলিং হিল্‌স ইউনিভার্সিটি-তে। সম্প্রতি এই প্রতিষ্ঠান নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

Advertisement

গেস্ট ফ্যাকাল্টি নিয়োগ করা হবে। ইংরেজি, ইতিহাস, গণজ্ঞাপন, নেপালি, রাষ্ট্রবিজ্ঞান এবং গণিত বিষয় পড়াতে হবে। সব ক’টি বিষয়ে দু’জন করে নেওয়া হবে। মোট নিয়োগ হবেন ১২ জন। আগে শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। প্রতি ক্লাস অনুযায়ী ৫০০ টাকা করে দেওয়া হবে, যা মাসিক ৫০ হাজার টাকার মধ্যে। আবেদনের জন্য সংশ্লিষ্ট বিষয়ে ৫৫ শতাংশ নম্বর-সহ স্নাতকোত্তর যোগ্যতা থাকা চাই। পাশাপাশি, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট/ স্টেস্ট এলিজিবিলিটি টেস্ট উত্তীর্ণ হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখুন।

আবেদন করবেন কী ভাবে?

দার্জিলিং হিল্‌স ইউনিভার্সিটির ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ৩১ জুলাই আবেদন প্রক্রিয়ার শেষ দিন। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ইউনিভার্সিটি-র ওয়েবসাইটটি দেখুন।

Advertisement
আরও পড়ুন