DRDO Recruitment 2025

দশম উত্তীর্ণদের খুঁজছে ডিআরডিও, রাষ্ট্রায়ত্ত সংস্থার কোন বিভাগে মিলবে যোগদানের সুযোগ?

ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজ়েশন-এর (ডিআরডিও) তরফে টেকনিশিয়ান এবং সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে। ওই পদে কাজের সুযোগ পাবেন দশম উত্তীর্ণেরাও।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৫ ১৭:৪১

ছবি: সংগৃহীত।

চাকরির সুযোগ দিচ্ছে ডিআরডিও। রাষ্ট্রায়ত্ত ওই সংস্থার তরফে টেকনিশিয়ান এবং সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ ৭৬৪টি।

Advertisement

টেকনিশিয়ান পদে দশম উত্তীর্ণদের নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে তাঁদের বুক বাইন্ডার, অফসেট মেশিন অপারেটর, কারপেন্টার, ড্রফ্‌টসম্যান, ইলেকট্রিশিয়ান, মেকানিক, ফিটার, ফটোগ্রাফার, ওয়েল্ডার-সহ বিভিন্ন ট্রেডে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (আইটিআই) শংসাপত্র থাকা প্রয়োজন। বেতনক্রম হবে ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা।

সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে রসায়ন, পদার্থবিদ্যা, অটোমোবাইল, কেমিক্যাল, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, জিয়োলজি, ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রনিক্স, লাইব্রেরি সায়েন্স, ম্যাথ্‌মেটিক্স, মেটালার্জিক্যাল বিষয়ে ডিপ্লোমা কিংবা ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিদের নিয়োগ করা হবে। বেতনক্রম হবে ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা।

আগ্রহী প্রার্থীদের সরাসরি ডিআরডিও-র ওয়েবসাইট মারফত আবেদন জমা দিতে হবে। তাঁরা আবেদনপত্রের সঙ্গে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতা, কর্মজীবনের নথিও পাঠাতে পারবেন। আবেদনমূল্য হিসাবে ৫০০ টাকা ধার্য করা হয়েছে। লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্টের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। আবেদন ১ জানুয়ারি পর্যন্ত পাঠাতে পারবেন।

Advertisement
আরও পড়ুন