WB Govt Jobs 2025

রাজ্যের হস্তচালিত তাঁতশিল্প বিভাগে স্নাতকদের প্রয়োজন, কোন বিভাগে কেমন সুযোগ?

রাজ্যের ক্ষুদ্র, মাঝারি ও কুটিরশিল্প এবং বস্ত্রবয়ন বিভাগের উদ্যোগে গড়ে ওঠা ‘বাংলার শাড়ি’ প্রকল্পে কাজের জন্য একাধিক বিভাগে কর্মী নিয়োগ করা হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ অগস্ট ২০২৫ ১২:৫৫
There are vacancies in the \\\\\\\'Banglar Sari\\\\\\\' project, developed under the initiative of the state\\\\\\\'s Department of MSME & Textiles.

রাজ্যের ক্ষুদ্র, মাঝারি ও কুটিরশিল্প এবং বস্ত্রবয়ন বিভাগের উদ্যোগে গড়ে ওঠা ‘বাংলার শাড়ি’ প্রকল্পে কর্মখালি। ছবি: সংগৃহীত।

রাজ্য সরকারি বিভাগে ইঞ্জিনিয়ারিং এবং বিজ়নেস ম্যানেজমেন্টের মতো বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা কাজের সুযোগ পাবেন। ক্ষুদ্র, মাঝারি ও কুটিরশিল্প এবং বস্ত্রবয়ন বিভাগের উদ্যোগে গড়ে ওঠা ‘বাংলার শাড়ি’ প্রকল্পের জন্য এমন কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদ আটটি।

Advertisement

কোন বিভাগে কোন পদে নিয়োগ?

চিফ ম্যানেজার, টেকনিক্যাল বিভাগে প্রোকিউরমেন্ট অফিসার; মার্কেটিং, অ্যাডমিনিস্ট্রেশন কাম লিগ্যাল, সিভিল বিভাগে ম্যানেজার, স্টোরকিপার, অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার, কোয়ালিটি কন্ট্রোল ইনস্পেক্টর পদে কর্মী নিয়োগ করা হবে।

যোগ্যতার মাণদণ্ড:

  • চিফ ম্যানেজার পদে সাত থেকে দশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে তাঁদের ফ্যাশন ম্যানেজমেন্ট কিংবা রিটেল ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন হওয়া প্রয়োজন।
  • প্রোকিউরমেন্ট অফিসার পদে হ্যান্ডলুম অ্যান্ড টেক্সটাইল টেকনোলজি বিষয়ে ডিগ্রি / ডিপ্লোমা অর্জন করেছেন, এমন ব্যক্তিদের নিয়োগ করা হবে। তবে, আবেদনকারীদের বস্ত্রবয়ন, বিশেষ করে হাতে বোনা শাড়ি তৈরির পদ্ধতি জানা আবশ্যক।
  • ম্যানেজার পদে যে কোনও বিষয়ে স্নাতকেরা আবেদন করতে পারবেন। যদিও সিভিল কিংবা ইঞ্জিনিয়ারিং শাখার যে কোনও বিষয়ে স্নাতক এবং বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। এর জন্য তাঁদের সরকারি, সরকার অধীনস্থ সংস্থায় তিন থেকে পাঁচ বছর কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
  • স্টোর কিপার এবং অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার হিসাবে যে কোনও বিষয়ে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের ট্যালি প্রাইমের মতো সফট্ওয়্যার ব্যবহার করে কাজের দক্ষতা থাকা প্রয়োজন। শাড়ি এবং মেয়েদের জামাকাপড় নিয়ে অন্তত তিন বছর কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা আবশ্যক।
  • কোয়ালিটি কন্ট্রোল ইনস্পেক্টরের হ্যান্ডলুম অ্যান্ড টেক্সটাইল টেকনোলজি বিষয়ে ডিগ্রি / ডিপ্লোমা অর্জন করেছেন, এমন ব্যক্তিদের আবেদন গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে হাতে বোনা শাড়ি বা বস্ত্র নিয়ে যথাযথ জ্ঞান এবং কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

বয়স এবং বেতন:

  • চিফ ম্যানেজার পদে ৫২ বছর বয়সিরা আবেদন করতে পারবেন। বেতন হিসাবে ৬০ হাজার টাকা দেওয়া হবে।
  • টেকনিক্যাল বিভাগে প্রোকিউরমেন্ট অফিসারের বয়স ৪০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। প্রতি মাসের বেতন হিসাবে ৪০ হাজার টাকা দেওয়া হবে।
  • মার্কেটিং, অ্যাডমিনিস্ট্রেশন কাম লিগ্যাল, সিভিল বিভাগে ম্যানেজারের বয়স অনূর্ধ্ব ৪০ বছর হতে হবে। প্রতি মাসের বেতন হিসাবে ৪০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।
  • স্টোর কিপার এবং অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপারের বয়স ৩৫ বছর হওয়া প্রয়োজন। তবে, বেতন হিসাবে স্টোর কিপারকে ২২ হাজার এবং অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপারকে ১৭ হাজার টাকা দেওয়া হবে।
  • কোয়ালিটি কন্ট্রোল ইনস্পেক্টরের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ২০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।

কী ভাবে যোগ্যতা যাচাই?

রাজ্যের ক্ষুদ্র, মাঝারি ও কুটিরশিল্প এবং বস্ত্রবয়ন বিভাগে ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করার সিদ্ধান্ত নিয়েছে। ১৫, ১৬, ১৮ এবং ১৯ সেপ্টেম্বর তন্তুজ ভবনে ইন্টারভিউ নেওয়া হবে। ওই দিন জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতা এবং কর্মজীবনের প্রমাণপত্রের মতো নথি সঙ্গে রাখা প্রয়োজন।

Advertisement
আরও পড়ুন