WB Police Recruitment 2025

রাজ্য পুলিশে কর্মখালি, আইনি পরামর্শদাতা হিসাবে আবেদনের সুযোগ পাবেন কোন শর্তে?

ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা তিন সদস্যের কমিটি যাচাই করে নেবে। নিযুক্তেরা প্রতি মাসে ৪০ হাজার টাকা বেতন হিসাবে পাবেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২৫ ১২:৩০
Legal counsel is needed in the state police.

রাজ্য পুলিশে আইনি পরামর্শদাতা প্রয়োজন। — ফাইল চিত্র।

রাজ্য পুলিশে আইনি পরামর্শদাতা নিয়োগ করা হবে। ঝাড়গ্রাম জেলা পুলিশের তরফে ওই পদে নিয়োগ সংক্রান্ত তথ্য প্রকাশিত হয়েছে। সেই তথ্য অনুযায়ী, উল্লিখিত পদে দু’জনকে নিয়োগ করা হবে।

Advertisement

কারা আবেদন করতে পারবেন?

আইনে এলএলবি ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের অন্তত পাঁচ বছর ফৌজদারি মামলায় কাজ করার অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

চুক্তির মেয়াদ:

মোট এক বছরের চুক্তিতে প্রাথমিক পর্যায়ে নিয়োগ করা হবে। পরে ওই মেয়াদ কাজের উৎকর্ষ অনুযায়ী বৃ্দ্ধি পাবে।

বেতন:

নিযুক্তেরা প্রতি মাসে ৪০ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে পাবেন।

নিয়োগ-পদ্ধতি:

ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। তিন সদস্যের কমিটি ওই ইন্টারভিউ নেবেন, যাঁদের মধ্যে দু’জন ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডাইরেক্টরেট এবং রাজ্যের আইন বিভাগের উচ্চ পদস্থ আধিকারিক উপস্থিত থাকবেন।

আবেদন কী ভাবে?

সিনিয়র লিগ্যাল কনসালট্যান্ট হিসাবে কাজ করতে আগ্রহীদের ই-মেল মারফত কিংবা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনের শেষ দিন ২৫ অগস্ট। সুপারিন্টেন্ডেন্ট অফ পুলিশ, ঝাড়গ্রাম-কে উদ্দেশ করে ওই আবেদনপত্র জমা দিতে হবে, তাই ই-মেল আইডি বা ঠিকানা সংক্রান্ত তথ্যের জন্য ঝাড়গ্রাম পুলিশের ওয়েবসাইটটি (jhargrampolice.wb.gov.in) দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন