WB Govt Job Recruitment 2025

ডায়মন্ড হারবার সরকারি হাসপাতালে চাকরির সুযোগ, শূন্যপদ ৬০

সংশ্লিষ্ট পদে প্রথমে ছ’মাসের চুক্তিতে চিকিৎসকদের নিয়োগ করা হবে। এর পর তাঁদের কাজের দক্ষতার উপর নির্ভর করে এই মেয়াদ আরও ছ’মাস বাড়ানো হতে পারে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ১৮:০৫
DHGMCH

ডায়মন্ড হারবার সরকারি মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল। সংগৃহীত ছবি।

দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবার সরকারি মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে চিকিৎসকদের কাজের সুযোগ। মঙ্গলবার এই মর্মে নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর এবং হাসপাতালের ওয়েবসাইটে। বিজ্ঞপ্তি অনুযায়ী, হাসপাতালের ১৭টি বিভাগে চিকিৎসকরা কাজের সুযোগ পাবেন। তাঁদের সকলকেই চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। এর জন্য প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে কাউন্সেলিংয়ের মাধ্যমে। আগ্রহীদের এর জন্য অফলাইনে আবেদন জানাতে হবে।

Advertisement

হাসপাতালে নিয়োগ হবে হাউস স্টাফ বা জুনিয়র রেসিডেন্ট পদে। মোট শূন্যপদের সংখ্যা ৬০। যে সমস্ত বিভাগে নিযুক্তদের কাজের সুযোগ মিলবে, সেগুলি হল— অ্যানাস্থেশিয়োলজি, ব্লাড ব্যাঙ্ক, সিসিইউ, চেস্ট মেডিসিন, ডার্মাটোলজি, এমার্জেন্সি মেডিসিন, ইএনটি, গায়নোকোলজি অ্যান্ড অবস্টেট্রিক্স, জেনারেল মেডিসিন, পেডিয়াট্রিক্স, প্যাথোলজি, জেনারেল সার্জারি, ফরেন্সিক মেডিসিন, সাইকিয়াট্রি, অপথ্যালমোলজি এবং রেডিয়োলজি । সংশ্লিষ্ট পদে প্রথমে ছ’মাসের চুক্তিতে চিকিৎসকদের নিয়োগ করা হবে। এর পর তাঁদের কাজের দক্ষতার উপর নির্ভর করে এই মেয়াদ আরও ছ’মাস বাড়ানো হতে পারে।

সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।

আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়গুলিতে এমবিবিএস উত্তীর্ণ হওয়ার পর ইন্টার্নশিপ সম্পূর্ণ করতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠির কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আগ্রহীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ২৬ এপ্রিল আবেদনের শেষ দিন। এর পর সংশ্লিষ্ট পদের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং ইন্টারভিউ/ কাউন্সেলিংয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। হাসপাতালে কাউন্সেলিংয়ের আয়োজন করা হবে আগামী ৫ মে এপ্রিল সকাল ১১টা থেকে। এই বিষয়ে বাকি তথ্য জানার জন্য মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন