Govt jobs for postgraduates 2025

গণজ্ঞাপনে স্নাতকোত্তর! রাজ্য স্বাস্থ্য দফতরে খোঁজ চলছে যোগ্যদের, কোন বিভাগে সুযোগ?

ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কো-অর্ডিনেটর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্যের স্বাস্থ্য দফতর।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫ ১৬:১০

প্রতীকী চিত্র।

রাজ্যের স্বাস্থ্য দফতরে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা চাকরি পেতে পারেন। ন্যাশনাল আরবান হেলথ মিশনের অধীনে ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কো-অর্ডিনেটর পদে কর্মী প্রয়োজন। ওই পদে একজনকে নিয়োগ করা হবে। তাঁর কর্মস্থল হবে কলকাতা পুরসভায়।

Advertisement

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফে জানানো হয়েছে, সমাজ বিজ্ঞান, গণজ্ঞাপন, অর্থনীতি, রুরাল ডেভেলপমেন্ট, বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন, সোশিয়োলজি, সোশিয়াল অ্যান্থ্রোপলজি, সোশ্যাল ওয়ার্কের মতো বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা আবেদনের সুযোগ পাবেন।

আবেদনকারীদের লিখিত পরীক্ষা এবং কম্পিউটার স্কিল টেস্টে উত্তীর্ণ হতে হবে। তবেই উল্লিখিত পদে নিয়োগের সুযোগ পাওয়া যাবে। প্রতি মাসে নিযুক্ত ব্যক্তি ৩২ হাজার টাকা পাবেন পারিশ্রমিক হিসাবে। এ ক্ষেত্রে তাঁর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

অনলাইনে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের ওয়েবসাইট (wbhealth.gov.in) মারফত আবেদন গ্রহণ করা হবে। আবেদনমূল্য ১০০ টাকা ধার্য করা হয়েছে। নাম নথিভুক্তকরণের শেষ দিন ৭ সেপ্টেম্বর এবং ফর্ম জমা দিতে হবে ১৫ সেপ্টেম্বরের মধ্যে।

Advertisement
আরও পড়ুন