Career in DRDO after BTech

ইঞ্জিনিয়ারদের গবেষণার সুযোগ দেবে ডিআরডিও, কী ভাবে করা হবে যোগ্যতা যাচাই?

নিযুক্তদের জন্য প্রতি মাসে ৩৭,০০০ টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৬ ১৪:১৬

ছবি: সংগৃহীত।

জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে কাজের সুযোগ দেবে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজ়েশন (ডিআরডিও)। প্রতিষ্ঠানের ইয়ং সায়েন্টিস্ট ল্যাবরেটরি-আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স-এর একটি গবেষণা প্রকল্পে কাজের জন্য ওই কাজের জন্য কর্মী প্রয়োজন। ওই কাজের জন্য দু’জনকে নিয়োগ করা হবে।

Advertisement

সংশ্লিষ্ট প্রকল্পের জন্য ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) কিংবা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হয়েছেন, এমন স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়া হবে। এ ক্ষেত্রে টেকনোলজি বা ইঞ্জিনিয়ারিং শাখায় স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিরা নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। নিযুক্তদের জন্য প্রতি মাসে ৩৭,০০০ টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে।

নিযুক্তদের অ্যালগরিদম ডিজ়াইন, কমপ্লেক্সিটি অ্যানালিসিস, পাইথন বা জাভা-র মতো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ় সংক্রান্ত বিষয়ে জ্ঞান থাকতে হবে। এ ছাড়াও তাঁদের পাইটর্চ, টেন্সরফ্লো, কেরাস-এর মতো সফট্অয়্যার লাইব্রেরি ব্যবহার করে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

অনূর্ধ্ব ২৮ বছর বয়সি ব্যক্তিরা উল্লিখিত পদে কাজের জন্য আবেদনের সুযোগ পাবেন। মোট দু’বছরের চুক্তিতে কাজ করতে হবে। আগ্রহীদের জীবনপঞ্জি ও অন্য নথি-সহ ২২ জানুয়ারির মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে ডাকযোগে। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন