ন্যাশনাল এগ্রি-ফুড অ্যান্ড বায়োম্যানুফ্যাকচারিং ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত।
কেন্দ্রের বায়োটেকনোলজি বিভাগ অধীনস্থ প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাবেন ইঞ্জিনিয়ারেরা। পরামর্শদাতা পদে ওই প্রতিষ্ঠানে কর্মী প্রয়োজন। ওই কাজের জন্য এক জনকে নিয়োগ করা হবে।
কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নরা ওই পদে আবেদনের সুযোগ পাবেন। তাঁদের দু’বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
এ ছাড়াও তাঁদের লিন্যাক্স অপারেটিং সিস্টেম, পাইথন এবং ব্যাশ স্ক্রিপ্টিং, প্যারালাল কম্পিউটিং নিয়ে কাজের দক্ষতা থাকা প্রয়োজন। মোট ১১ মাসের চুক্তিতে পরামর্শদাতা পদে কাজ চলবে। পরে ওই মেয়াদ চাহিদা অনুযায়ী বৃদ্ধি পেতে পারে। বেতন হিসাবে ৭৫ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।
সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। এর জন্য ৮ জানুয়ারি সকাল ৯টার আগে তাঁদের সংস্থার মোহালির দফতরে পৌঁছে যাওয়া দরকার। সঙ্গে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের প্রমাণপত্রের মতো নথি রাখতে হবে।