DPL Recruitment 2025

কর্মী খুঁজছে রাজ্যের বিদ্যুৎশক্তি উৎপাদন সংস্থা, অবসরপ্রাপ্তেরা পেতে পারেন আবেদনের সুযোগ

দুর্গাপুর প্রজেক্টস লিমিটেড-এ ফায়ার অফিসার নিয়োগ করা হবে। ওই কাজের জন্য প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ৪০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৫ ২০:০৩
Durgapur Projects Limited.

দুর্গাপুর প্রজেক্টস লিমিটেড (ডিপিএল)। ছবি: সংগৃহীত।

রাজ্যের বিদ্যুৎশক্তি উৎপাদন সংস্থায় চাকরির সুযোগ। ওই সংস্থায় ফায়ার অফিসার পদে কর্মী প্রয়োজন। ওই পদে নিয়োগের একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চুক্তির ভিত্তিতে ওই পদে নিয়োগ করা হবে। নিযুক্ত ব্যক্তিকে দুর্গাপুর প্রজেক্টস লিমিটেড-এ (ডিপিএল) কাজ করতে হবে।

Advertisement

ফায়ার অফিসার পদে কাজ করতে আগ্রহী ব্যক্তির বিজ্ঞান, কলা কিংবা বাণিজ্য শাখার বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। প্রার্থীদের বয়স হতে হবে ৬২ বছরের মধ্যে। একই সঙ্গে তাঁর রাজ্য সরকারি সংস্থায় ফায়ার অফিসার কিংবা সমতুল পদে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।

প্রাথমিক পর্যায়ে এক বছরের চুক্তিতে নিযুক্তের কাজ চলবে। পরে ওই মেয়াদ শর্তসাপেক্ষে আরও তিন বছর পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে। নিযুক্তকে প্রতি মাসে ৪০ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নেবে ডিপিএল।

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম্যাটে আবেদনপত্র-সহ সমস্ত নথির প্রতিলিপি ই-মেল মারফত জমা দিতে হবে। আবেদনকারীরা ডাকযোগেও আবেদন জানাতে পারবেন। তবে, ১৮ নভেম্বর পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করা হবে। কবে, কাদের ইন্টারভিউ নেওয়া হবে, সেই সম্পর্কে জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন