BECIL Recruitment 2025

নিউটাউনের চিত্তরঞ্জন ক্যানসার ইনস্টিটিউট-এ কর্মী প্রয়োজন, কোন পদের জন্য আবেদন করা যাবে?

নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ২৫,০০০ টাকা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৪৩
CNCI

সিএনসিআই। ছবি: সংগৃহীত।

চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট (সিএনসিআই)-এর নিউটাউন ক্যাম্পাসে কর্মখালি। হাসপাতালের জন্য কর্মী নিয়োগ করবে রাষ্ট্রায়ত্ত সংস্থা ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড (বেসিল)। সম্প্রতি এই মর্মে বেসিল-এর ওয়েবসাইটে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হাসপাতালের একটি বিভাগে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগের জন্য প্রার্থীদের যোগ্যতা ইন্টারভিউয়ের মাধ্যমে যাচাই করা হবে। তাঁদের আগে থেকে আবেদন জানাতে হবে না।

Advertisement

ইনস্টিটিউট-এর মেডিক্যাল ফিজ়িক্সের জন্য রেডিয়োথেরাপি টেকনিশিয়ান নিয়োগ করা হবে। শূন্যপদের সংখ্যা দু’টি। নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ২৫,০০০ টাকা।

সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য কোনও বয়সসীমার কথা উল্লেখ করা হয়নি বিজ্ঞপ্তিতে। তবে তাঁদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে রেডিয়োথেরাপি টেকনোলজিতে বিএসসি থাকতে হবে। প্রয়োজন দু’বছরের পেশাগত অভিজ্ঞতারও। যাঁদের সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা এবং তিন বছরের পেশাগত অভিজ্ঞতা রয়েছে, তাঁরাও আবেদন করতে পারেন এই পদে।

আগামী ৬ অক্টোবর হাসপাতালের নিউটাউন ক্যাম্পাসে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ইন্টারভিউ শুরু সকাল ১০টা থেকে। চলবে দুপুর ১২টা পর্যন্ত। ওই দিন বিজ্ঞপ্তি অনুযায়ী ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্য নথি নিয়ে প্রার্থীদের সেখানে উপস্থিত হতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তেরা বাদে বাকিদের সঙ্গে রাখতে হবে আবেদনমূল্য বাবদ ২৯৫ টাকার ডিমান্ড ড্রাফটও। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

Advertisement
আরও পড়ুন