Jammu and Kashmir Drone

ফের জম্মু-কাশ্মীরের আকাশে ড্রোন! দুপুরেই পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছিলেন সেনাপ্রধান দ্বিবেদী

সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় জম্মুর আকাশে পাঁচটি ড্রোন উড়তে দেখা যায়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬ ২২:০৪

— প্রতীকী চিত্র।

আবার জম্মু ও কাশ্মীরের আকাশে দেখা গিয়েছে পাকিস্তানি ড্রোন। এই ঘটনাকে ‘ড্রোন অনুপ্রবেশ’ বলে উল্লেখ করেছেন ভারতের স্থলসেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। তিনি জানিয়েছেন, এই বিষয়টি নিয়ন্ত্রণের জন্য ইতিমধ্যে পাকিস্তান সেনাবাহিনীকে বলা হয়েছে। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ভারত এ সব মানবে না। মঙ্গলবার দুপুরে দ্বিবেদী সাংবাদিক সম্মেলনে এই কথা জানানোর পরে সন্ধ্যায় রাজৌরির কেরি সেক্টরে নিয়ন্ত্রণরেখার কাছে আকাশে আবার দেখা গেল ড্রোন। দেখামাত্রই গুলি ছোড়ে বাহিনী। ড্রোনটিকে গুলি করে নামানোর পরে চলে তল্লাশি। ৪৮ ঘণ্টায় এই নিয়ে দ্বিতীয় বার রাজৌরির আকাশে উড়ল ড্রোন।

Advertisement

সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় জম্মুর আকাশে পাঁচটি ড্রোন উড়তে দেখা যায়। সূত্রের খবর, তার আগে গত শুক্রবার পাকিস্তানের একটি ড্রোনে করে দু’টি পিস্তল, তিনটি কার্তুজ, ১৬টি বুলেট, একটি গ্রেনেড ভারতীয় ভূখণ্ডে ফেলা হয়েছে বলে সন্দেহ। ১৫ জানুয়ারি ভারতে সেনা দিবস। তা উপলক্ষে সাংবাদিক বৈঠকে জেনারেল দ্বিবেদী জানিয়েছেন, শনিবার থেকে আটটি ড্রোন দেখা গিয়েছে। দ্বিবেদীর কথায়, ‘‘আমার মতে, ওই ড্রোনগুলি প্রতিরক্ষামূলক, যা নজর রাখতে চেয়েছিল যে, কোনও পদক্ষেপ করা হয় কি না।’’

সেনাপ্রধান আরও বলেন, ‘‘এটাও হতে পারে যে, ওরা দেখতে চাইছিল ভারতীয় বাহিনীতে কোনও ফাঁক, কোনও শিথিলতা রয়েছে কি না! যাতে ওরা সন্ত্রাবাদীদের পাঠিয়ে দিতে পারে।’’ তিনি জানান, মঙ্গলবার দুই দেশের সেনা অপারেশনের ডিরেক্টরেরা ফোনে কথা বলেন। তাঁর কথায়, ‘‘এই বিষয়ে আলোচনা হয়েছে। ওদের বলা হয়েছে, এটা আমরা মানব না, দয়া করে বন্ধ করো। এটা ওদের বুঝিয়ে দেওয়া হয়েছে।’’ এই নিয়ে পাকিস্তান যদিও এখনও কোনও মন্তব্য করেনি।

সংবাদসংস্থা পিটিআই জানিয়েছিল, রবিবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে রাজৌরির নৌসেরা সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর আর একটি ড্রোন দেখতে পান জওয়ানেরা। তাঁরা মেশিনগান দিয়ে ওই ড্রোন লক্ষ্য করে গুলি চালান। শেষ ড্রোনটি দেখা যায় সন্ধ্যা ৭টা ১৫ মিনিট নাগাদ সাম্বার রামগড় সেক্টরের চক বাব্রাল গ্রামে। বেশ কয়েক মিনিট ধরে গ্রামের উপর ড্রোনটি ঘোরাঘুরি করছিল, দাবি স্থানীয়দের।

এর আগে পাকিস্তানি সেনার নয়, বরং সে দেশ থেকে নাগরিকের পাঠানো ড্রোন সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করেছে বলে অভিযোগ উঠেছে। নিরাপত্তা সংস্থাগুলি জানায়, ওই ড্রোনগুলির মাধ্যমে মাদক এবং অস্ত্র পাঠানো হয় এ দেশে। পাকিস্তান যদিও সেই অভিযোগ অস্বীকার করে।

Advertisement
আরও পড়ুন