Train Service Disrupted

মঙ্গলবার রাতে ব্যাহত শিয়ালদহ–বজবজ শাখার ট্রেন চলাচল! আকরা স্টেশনে বিদ্যুতের তার ছিঁড়ে বিপর্যয়, ভোগান্তি যাত্রীদের

মঙ্গলবার রাত ৯টা ৫ মিনিট নাগাদ ট্রেন আসার ঠিক আগেই আকরা রোডের রেলগেট নামানোর সময় একটি পণ্যবাহী গাড়ি সজোরে রেলগেটে ধাক্কা মারে। এর জেরে রেলগেট ভেঙে পড়ে এবং বৈদ্যুতিক তার‌ও ছিঁড়ে যায়।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬ ২৩:৪৪
দীর্ঘ ক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকায় আকরা স্টেশন চত্বরে যাত্রীদের ভিড়।

দীর্ঘ ক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকায় আকরা স্টেশন চত্বরে যাত্রীদের ভিড়। — নিজস্ব চিত্র।

লেভেল ক্রসিং পারাপার করার সময় পণ্যবাহী গাড়ির ধাক্কায় বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় শিয়ালদহ-বজবজ শাখায় ট্রেন চলাচল ব্যাহত। জানা গিয়েছে, মঙ্গলবার রাত ৯টা ৫ মিনিট নাগাদ ট্রেন আসার ঠিক আগেই আকরা রোডের রেলগেট নামানোর সময় একটি পণ্যবাহী গাড়ি সজোরে রেলগেটে ধাক্কা মারে। এর জেরে রেলগেট ভেঙে পড়ে এবং বৈদ্যুতিক তার‌ও ছিঁড়ে যায়। ঘটনার পরপরই নিরাপত্তার স্বার্থে ওই শাখায় ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে। এর ফলে চরম দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রীরা। দীর্ঘ ক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকায় স্টেশন চত্বরে যাত্রীদের ভিড় বাড়তে থাকে এবং উত্তেজনাও ছড়িয়ে পড়ে।

Advertisement

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় রেল পুলিশ ও মহেশতলা থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি দ্রুত মেরামতির কাজ শুরু হয়েছে।

Advertisement
আরও পড়ুন