(বাঁ দিক থেকে) রঞ্জিত মল্লিক, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ চক্রবর্তী। —ফাইল চিত্র।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ১৫ বছরের কাজ তুলে ধরতে ‘উন্নয়নের পাঁচালি’ শুরু করেছে তৃণমূল। ইতিমধ্যেই রাজ্য এবং জেলা স্তরে বিশিষ্টদের সেই পাঁচালি পৌঁছোনো শুরু হয়েছে। বুধবার পাঁচালি হাতে পথে নামছেন তৃণমূল ‘সেনাপতি’ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ক্যামাক স্ট্রিট সূত্রে খবর, অভিষেক ‘উন্নয়নের পাঁচালি’ নিয়ে যাবেন ভবানীপুরে অভিনেতা রঞ্জিত মল্লিকের বাড়িতে। সূত্রের খবর, সেখানে থাকতে পারেন তাঁর কন্যা তথা অভিনেত্রী কোয়েল মল্লিক এবং তাঁর স্বামী তথা প্রযোজক নিসপাল সিংহ রানে।
রঞ্জিতের বাড়ি ভবানীপুর বিভানসভা অন্তর্গত। যে ভবানীপুর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা। ঘটনাচক্রে, অভিষেকেরও বাস্তস্থান এই ভবানীপুরেই। তৃণমূলের অনেকের মতে, ‘উন্নয়নের পাঁচালি’র প্রচারকে ভিন্ন মোড়ক দিতে চেয়েছে তৃণমূল। সেই সূত্রে দলের ভার্চুয়াল বৈঠকে অভিষেক তা বাস্তবায়িত করার কড়া বার্তা দিয়েছিলেন। বুধবার নিজে নেমে দলকে বার্তা দিয়ে চাইছেন ‘আমি তোমাদেরই লোক’।
সূত্রের খবর, মল্লিক বাড়ির অনুষ্ঠান শেষে অভিষেক যাবেন নন্দন-২ প্রেক্ষাগৃহে। সেখানে পরিচালক তথা ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তীর পরবর্তী কাজ ‘লক্ষ্মী এল ঘরে’র বিশেষ প্রদর্শন রয়েছে। সাধারণত অভিষেককে এই ধরনের অনুষ্ঠানে খুব একটা দেখা যায় না। কিন্তু ইদানীং তাঁর বিভিন্ন কর্মকাণ্ডে তা স্পষ্ট যে তিনি ছক ভাঙছেন। পুজোর সময় কন্যাকে নিয়ে প্যান্ডেল পরিদর্শনে বেরিয়েছিলেন। সম্প্রতি কলকাতার একটি ফিটনেস অনুষ্ঠানে টানা ৩০ খানা ডন বৈঠক দিয়েছেন। বুধবার তিনি যাবেন নন্দনে।