— প্রতীকী চিত্র।
বহুতলের আটতলা থেকে ঝাঁপ মেরে আত্মঘাতী এক যুবক। ঘটনাটি মঙ্গলবার রাতে কসবা থানার লস্করহাট রোডে ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় কসবা থানার পুলিশ। ইতিমধ্যেই পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। কী কারণে ওই যুবক আত্মঘাতী হলেন, তা খতিয়ে দেখছে তারা।
মৃতের নাম ওয়াজাহাত খান (২৪)। তাঁরা তিন ভাই-বোন। ওয়াজাহাত অন্যত্র বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবক বেশ কয়েক মাস ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। মঙ্গলবার তিনি তাঁর বোনের আবাসনে আসেন। সবাই যখন ব্যস্ত ছিলেন, সেই সময় সকলের চোখ এড়িয়ে আটতলার বারান্দা থেকে ঝাঁপ মারেন তিনি। বিকট আওয়াজ শুনে কয়েক জন আবাসনের বাইরে বেরিয়ে দেখেন মাটিতে রক্তাত অবস্থায় পড়ে ওয়াজাহাত। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।