AIIMS Recruitment 2025

দেশের বিভিন্ন এমস-এ নার্সিং অফিসার পদে কাজের সুযোগ, শূন্যপদ ৩,৫০০

নিযুক্তদের বেতনক্রম হবে মাসে ৯,৩০০-৩৪,৮০০ টাকা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ জুলাই ২০২৫ ১৯:২৩
AIIMS Delhi

এমস দিল্লি। ছবি: সংগৃহীত।

দেশের বিভিন্ন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এমস)-এ নার্সিং অফিসার পদে কাজের সুযোগ। প্রায় তিন হাজারের বেশি শূন্যপদে নিয়োগ হবে। জাতীয় স্তরে আয়োজিত একটি যোগ্যতা নির্ণায়ক পরীক্ষার মাধ্যমে যোগ্যদের বেছে নেওয়া হবে। এর জন্য সম্প্রতি বিস্তারিত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

Advertisement

দেশের বিভিন্ন শহরের এমস ও অন্য প্রতিষ্ঠানে নার্সিং অফিসার রিক্রুটমেন্ট কমন এলিজিবিলিটি টেস্ট (নরসেট) পরীক্ষার মাধ্যমে নার্সিং অফিসার নিয়োগ করা হবে। মোট শূন্যপদের সংখ্যা ৩,৫০০।

সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। নিযুক্তদের বেতনক্রম হবে মাসে ৯,৩০০-৩৪,৮০০ টাকা।

আবেদনকারীদের ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা স্টেট নার্সিং কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিএসসি অনার্স নার্সিং/বিএসসি নার্সিং/বিএসসি পোস্ট সার্টিফিকেট/পোস্ট বেসিক বিএসসি নার্সিং ডিগ্রি নিয়ে উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, স্টেট বা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল প্রদত্ত নার্স এবং মিডওয়াইফ-এর রেজিস্ট্রেশনও থাকতে হবে।

আগ্রহীদের এর জন্য http://www.aiimsexams.ac.in/-এ গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। সংরক্ষিত এবং অসংরক্ষিতদের জন্য নির্ধারিত আবেদনমূল্য যথাক্রমে ২,৪০০ এবং ৩,০০০ টাকা। বিশেষ ভাবে সক্ষমদের জন্য ছাড় থাকবে। আগামী ১১ অগস্ট আবেদনের শেষ দিন।

কম্পিউটার নির্ভর নরসেট পরীক্ষাটি হবে দু’টি ধাপে— প্রিলিমিনারি ও মেন্স। পরীক্ষাগুলি হবে যথাক্রমে ১৪ এবং ২৭ সেপ্টেম্বর। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

Advertisement
আরও পড়ুন