VSP Recruitment 2025

স্বল্প সময়ের চুক্তিতে কর্মী নিয়োগ, বিজ্ঞপ্তি প্রকাশ করল বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্ট

বিশাখাপত্তনম স্টিল প্লান্টের অধীনস্থ বিশাখা স্টিল জেনারেল হাসপাতালে ভিজ়িটিং স্পেশালিস্ট প্রয়োজন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:০৮
Hospital.

ছবি: সংগৃহীত।

বিশাখাপত্তনম স্টিল প্লান্টে কর্মী নিয়োগ করা হবে। ওই প্রতিষ্ঠানের বিশাখা স্টিল জেনারেল হাসপাতালে ভিজ়িটিং স্পেশালিস্ট প্রয়োজন। ওই পদে মোট দু’জনকে নিয়োগ করা হবে।

Advertisement

সংশ্লিষ্ট পদে ব্যাচেলর অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস) ডিগ্রি এবং জেনারেল মেডিসিন শাখায় পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা সম্পূর্ণ করেছেন, এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। প্রার্থীদের বয়স ৬৫ বছরের মধ্যে হতে হবে।

ভিজ়িটিং স্পেশালিস্ট হিসাবে প্রতি ঘণ্টায় ১,০০০ টাকা এবং জেনারেল মেডিসিন বিভাগের কল ডিউটি পিছু ৫০০ টাকা করে বরাদ্দ করা হয়েছে। ইন্টারভিউয়ের মাধ্যমে আবেদনকারীদের যোগ্যতা যাচাই করা হবে।

ডাকযোগে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ১৯ ফেব্রুয়ারি। উল্লিখিত পদে অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন