IPRCL Recruitment 2025

শিক্ষানবিশ খুঁজছে রাষ্ট্রায়ত্ত সংস্থা, কলকাতা-সহ বিভিন্ন শহরে মিলবে প্রশিক্ষণের সুযোগ

ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের প্রশিক্ষণ দেওয়া হবে। কলকাতা, ভুবনেশ্বর, চেন্নাই-সহ দেশের বিভিন্ন শহরে থেকে কাজ শেখার সুযোগ পাবেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১২:৫৯

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

ইঞ্জিনিয়ারদের কাজ শেখার সুযোগ দেবে ইন্ডিয়ান পোর্ট রেল অ্যান্ড রোপওয়ে কর্পোরেশন লিমিটেড। রাষ্ট্রায়ত্ত সংস্থার তরফে স্নাতক এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস) হিসাবে প্রশিক্ষণ দেওয়া হবে। শূন্যপদ ১০টি।

Advertisement

ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক হয়েছেন কিংবা ডিপ্লোমা অর্জন করেছেন, এমন ব্যক্তিরা উল্লিখিত সংস্থার অধীনে প্রশিক্ষণ নিতে পারবেন। তাঁদের স্নাতক বা ডিপ্লোমাতে ৬০ শতাংশের বেশি নম্বর থাকতেই হবে। প্রার্থীদের বয়স ২৩ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।

নিযুক্তদের কলকাতা, দিল্লি, মুম্বই, চেন্নাই, ভুবনেশ্বর, নাগপুর, পারাদ্বীপ-সহ বিভিন্ন শহরের প্রশিক্ষণ দেওয়া হবে। মোট এক বছরের জন্য তাঁদের কাজ শেখাবেন বিশেষজ্ঞেরা। প্রশিক্ষণ চলাকালীন স্নাতকেরা ১০ হাজার এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা ৮ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে পাবেন।

আগ্রহীরা ডাকযোগে আবেদন জমা দিতে পারেন। এ জন্য সংস্থার মুম্বইয়ের ঠিকানায় আবেদনপত্র, জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র-সহ সমস্ত নথি পাঠানো দরকার। তার আগে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিমের (ন্যাটস) পোর্টাল মারফত শিক্ষানবিশির জন্য নাম নথিভুক্ত করে ফেলতে হবে।

Advertisement
আরও পড়ুন