JRF Recruitment 2025

জুনিয়র রিসার্চ ফেলো হতে চান! সুযোগ দেবে সত্যেন্দ্রনাথ বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেস

প্রাথমিক ভাবে দু’বছরের চুক্তিতে কাজ করার সুযোগ পাবেন। গবেষণার পূর্ব অভিজ্ঞতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২৫ ১৪:২০
S N Bose National Center for Basic Sciences.

সত্যেন্দ্রনাথ বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেস। ছবি: সংগৃহীত।

বিধাননগরের সত্যেন্দ্রনাথ বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেস-এ টোপোলজি কনসেপ্ট নিয়ে গবেষণা চলছে। সেই প্রকল্পে কাজের জন্য জুনিয়র রিসার্চ ফেলো প্রয়োজন। সংশ্লিষ্ট কাজের জন্য একজন কর্মী নিয়োগ করা হবে।

Advertisement

‘কনসোর্টিয়াম ফর কালেকটিভ অ্যান্ড ইঞ্জিনিয়ারড ফেনোমেনা ইন টোপোলজি কনসেপ্ট’ শীর্ষক ওই প্রকল্পে জুনিয়র রিসার্চ ফেলো প্রয়োজন। ওই কাজের জন্য পদার্থবিদ্যায় স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। প্রার্থীদের কন্ডেন্সড ম্যাটার ফিজ়িক্স নিয়ে গবেষণার পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

তবে, এ জন্য তাঁদের জয়েন্ট এন্ট্রান্স স্ক্রিনিং টেস্ট (জেস্ট), গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) বা ন্যাশনাল এলিজিবিলিটি টেস্টের (নেট) মধ্যে যে কোন একটি সর্বভারতীয় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

নিযুক্তকে প্রতি মাসে ৩৭ হাজার টাকা পারিশ্রমিক এবং বাড়িভাড়া বাবদ ভাতা দেওয়া হবে। দু’বছরের চুক্তিতে তাঁকে কাজ করতে হবে। আগ্রহীরা ই-মেল মারফত কিংবা ডাকযোগে আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদনের শেষ দিন ১০ অক্টোবর।

Advertisement
আরও পড়ুন