IISC Recruitment 2025

রাষ্ট্রায়ত্ত শিক্ষা প্রতিষ্ঠানে গবেষক প্রয়োজন, গবেষণার সুযোগ পাবেন ইঞ্জিনিয়ারেরা

নির্দিষ্ট সময়ের চুক্তিতে নিযুক্ত ব্যক্তিকে কাজ করতে হবে। অনলাইনে আবেদনের সুযোগ পাবেন আগ্রহীরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৫ ১২:৫৭
Indian Institute of Science, Bangalore.

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (আইআইএসসি), বেঙ্গালুরু। ছবি: সংগৃহীত।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (আইআইএসসি), বেঙ্গালুরুতে কর্মখালি। রাষ্ট্রায়ত্ত শিক্ষা প্রতিষ্ঠানের ডিপার্টমেন্ট অফ ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড অ্যাপ্লায়েড ফিজ়িক্স-এর একটি গবেষণা প্রকল্পে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন। শূন্যপদ একটি।

Advertisement

ইঞ্জিনিয়ারিং শাখার কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিরা উল্লিখিত পদে আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের প্রোগ্রামিং, কৃত্রিম মেধা / মেশিন লার্নিং অ্যালগোরিদম, ডেটা কম্পিউটেশন বিষয়ে দক্ষতা থাকা চাই।

প্রতিষ্ঠানের নিয়মমাফিক নিযুক্তকে পারিশ্রমিক দেওয়া হবে। এক থেকে দু’বছরের চুক্তিতে কাজ চলবে। তাঁকে ইনস্ট্রুমেন্টেশন সংক্রান্ত প্রকল্পে কাজের জন্য নিয়োগ করা হবে।

আগ্রহীদের ই-মেল মারফত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ১৫ অক্টোবর। কী ভাবে নিয়োগ হবে, তা জানাতে আবেদনকারীদের সঙ্গে প্রতিষ্ঠানের তরফে যোগাযোগ করে নেওয়া হবে।

Advertisement
আরও পড়ুন