ICAR CRRI Recruitment 2025

কর্মী নিয়োগ করবে সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট, কী ভাবে হবে যোগ্যতা যাচাই?

ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চের কটকের কার্যালয়ে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। নিযুক্তদের জন্য ৩১ হাজার টাকা প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ মে ২০২৫ ১৪:৫৮
ICAR-CRRI, Cuttack.

সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত।

ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চের কটকের কার্যালয়ে কর্মী প্রয়োজন। প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, ইন্টারভিউয়ের মাধ্যমে সিনিয়র রিসার্চ ফেলো পদের জন্য প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। সংশ্লিষ্ট কাজের জন্য এক জন কর্মী প্রয়োজন।

Advertisement

কেন্দ্রীয় কৃষি গবেষণা কেন্দ্রের আঞ্চলিক কার্যালয়ের নাম সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট। ওই কার্যালয়ে সিনিয়র রিসার্চ ফেলো হিসাবে কাজ করতে হবে।

সংশ্লিষ্ট প্রকল্পে কাজের জন্য বায়োটেকনোলজি, অ্যাগ্রি বায়োটেকনোলজি, উদ্ভিদবিদ্যা-র মধ্যে যে কোনও একটি বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিকে বেছে নেওয়া হবে। তাঁর রাইস ফলস স্মাট আইসোলেটস সম্পর্কিত বিষয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন। পুরুষ পদপ্রার্থীদের বয়স ৩৫ বছর এবং মহিলা প্রার্থীদের বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।

প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, ৩১ অগস্ট, ২০২৫ পর্যন্ত চুক্তির ভিত্তিতে উল্লিখিত পদে কাজ করতে হবে। আগ্রহীদের বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা, জীবনপঞ্জির মতো গুরুত্বপূর্ণ নথি নিয়ে সরাসরি ২৩ মে কটকের কার্যালয়ে উপস্থিত থাকতে হবে। এই বিষয়ে বিশদ জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন