Apprenticeship Recruitment 2025

হলদিয়া-সহ বিভিন্ন তেল শোধনাগারে শিক্ষানবিশ নেবে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড

মোট এক বছরের জন্য প্রশিক্ষণ চলবে। মোট ১,৮১০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ মে ২০২৫ ১৫:৪৫
Indian Oil Corporation Limited.

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। ছবি: সংগৃহীত।

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস) প্রয়োজন। তাঁদের হলদিয়া, গুয়াহাটি, ডিগবয়, পারাদ্বীপ-সহ মোট ন’টি শোধনাগারে প্রশিক্ষণ দেওয়া হবে। মোট শূন্যপদ ১,৮১০।

Advertisement

গণিত, পদার্থবিদ্যা, রসায়ন, ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি বিষয়ে স্নাতক হয়েছেন, কিংবা কেমিক্যাল, পেট্রোকেমিক্যাল, রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা অর্জন করেছেন, এমন ব্যক্তিরা উল্লিখিত বিভাগে প্রশিক্ষণের সুযোগ পাবেন। এ ছাড়াও দশম এবং দ্বাদশ উত্তীর্ণ ব্যক্তিরাও আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে তাঁদের ফিটার, বয়েলার-সহ বিভিন্ন ট্রেডে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (আইটিআই) শংসাপত্র থাকা প্রয়োজন।

প্রশিক্ষণ চলাকালীন সরকারি নিয়ম অনুযায়ী অ্যাপ্রেন্টিসরা ভাতা পাবেন। পরীক্ষায় প্রাপ্ত নম্বরের নিরিখে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। এ ক্ষেত্রে প্রার্থীদের বয়স ১৮ বছর থেকে ২৪ বছর হওয়া প্রয়োজন। মোট এক বছরের জন্য প্রশিক্ষণ চলবে। তবে, শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস) হিসাবে আগে প্রশিক্ষণ নিয়েছেন, এমন প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন না।

আবেদনকারীদের অনলাইনে আবেদন জমা দিতে হবে। আবেদনের জন্য পোর্টাল ২ জুন পর্যন্ত চালু থাকবে। বাছাই করা প্রার্থীদের ৯ জুন ডেকে নেওয়া হবে। কী ভাবে আবেদন করতে হবে, সেই বিষয়ে বিশদ জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন