Bharat Dynamics Limited

ইঞ্জিনিয়ারদের প্রশিক্ষণ দেবে ভারত ডায়নামিক্স লিমিটেড, কোন শর্তে মিলবে সুযোগ?

ভারত ডায়নামিক্স লিমিটেড-এ ম্যানেজমেন্ট ট্রেনি নিয়োগ করা হবে। শর্তসাপেক্ষে ওই পদে কাজের প্রশিক্ষণের জন্য স্নাতকেরা আবেদন করতে পারবেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২৫ ১৩:১৯

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

সদ্য স্নাতক হয়েছেন, এমন প্রার্থীদের জন্য রয়েছে কাজের সুযোগ। ভারত ডায়নামিক্স লিমিটেড-এ ম্যানেজমেন্ট ট্রেনি (শিক্ষানবিশ) পদে কর্মী নিয়োগ করা হবে। ওই কাজের জন্য ৮০ জন প্রার্থীর আবেদন চাওয়া হয়েছে।

Advertisement

কারা আবেদন করতে পারবেন?

ম্যানেজমেন্ট ট্রেনি পদের জন্য ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার সায়েন্স, মেটালার্জি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ইঞ্জিনিয়ারিং শাখায় স্নাতকদের নিয়োগ করা হবে। এরই সঙ্গে বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন, আইনে স্নাতকদেরও প্রশিক্ষণ দেওয়া হবে। এ ছাড়াও ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অফ ইন্ডিয়া, ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ওয়ার্কস অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া-র চূড়ান্ত পর্বের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, এমন প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

বয়স:

সংশ্লিষ্ট পদে ২৭ থেকে ২৮ বছর বয়সিদের আবেদন গ্রহণ করা হবে।

বেতন:

ম্যানেজমেন্ট ট্রেনি পদে মাসে ৪০,০০০ থেকে ১,৪০,০০০ টাকা বেতনক্রমে পারিশ্রমিক দেওয়া হবে।

কী ভাবে আবেদন করা যাবে?

বিজ্ঞপ্তিতে উল্লিখিত ফরম্যাট অনুযায়ী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। প্রার্থীদের কম্পিউটার বেসড টেস্ট-এর (সিবিটি) মাধ্যমে যোগ্যতা যাচাই করবেন বিশেষজ্ঞেরা। পরীক্ষার ফলাফল এবং মেধার ভিত্তিতে নিয়োগ করা হবে। আবেদনের জন্য অনলাইনে পোর্টাল ৩ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত চালু থাকবে।

Advertisement
আরও পড়ুন