IIFT Kolkata Recruitment 2025

রিসার্চ অ্যাসোসিয়েট হতে চান? বিশেষ শর্তে সুযোগ পেতে পারেন কলকাতার শিক্ষা প্রতিষ্ঠানে

রিসার্চ অ্যাসোসিয়েট হিসাবে তিন বছরের গবেষণার কাজ করতে হবে। এ জন্য প্রতি মাসে ৪৫ হাজার থেকে ৫৫ হাজার টাকা মিলবে পারিশ্রমিক হিসাবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ জুলাই ২০২৫ ১৪:৪১
Indian Institute of Foreign Trade, Kolkata Campus.

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেড (আইআইএফটি), কলকাতা। ছবি: সংগৃহীত।

স্নাতকোত্তর স্তরে অর্থনীতি কিংবা রাশিবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন? তাহলে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেড (আইআইএফটি)-এর গবেষণার সুযোগ পেতে পারেন। প্রতিষ্ঠানের কলকাতা দফতরের তরফে বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মুম্বইয়ের একটি প্রকল্পে রিসার্চ অ্যাসোসিয়েট প্রয়োজন। সংশ্লিষ্ট কাজের জন্য এক জনকে বেছে নেওয়া হবে।

Advertisement

এ ক্ষেত্রে শিপিং, মেরিটাইম ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নরাও আবেদনের সুযোগ পাবেন। তবে, বিদেশে বাণিজ্য সংক্রান্ত বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন এবং এক বছর কিংবা তার বেশি সময় পর্যন্ত আন্তর্জাতিক বাণিজ্য সংক্রান্ত বিষয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা রয়েছে, এমন ব্যক্তিকে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

মোট তিন বছরের চুক্তিতে নিযুক্তকে কাজ করতে হবে। এ জন্য প্রতি মাসে ৪৫ হাজার থেকে ৫৫ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে। সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ৪০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।

নিযুক্ত ব্যক্তিকে মুম্বইয়ে কাজ করতে হবে। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেবে আইআইএফটি। আগ্রহীরা অনলাইনে ফর্ম পূরণের মাধ্যমে আবেদন পাঠাতে পারবেন। ২৬ জুলাইয়ের মধ্যে আবেদন জমা দেওয়া প্রয়োজন। এই বিষয়ে বিশদ জানতে মূল বিজ্ঞপ্তিটি প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন