JRF and SRF Recruitment

গবেষণায় আগ্রহী! এএনআরএফ-এর অর্থানুকূল্যে চালিত প্রকল্পে সুযোগ হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ে

প্রকল্পটিতে কাজের মেয়াদ দু’বছরের। জেআরএফ প্রতি মাসে ৩৭ হাজার টাকা সাম্মানিক পাবেন। এসআরএফ পাবেন ৪২ হাজার টাকা করে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬ ১৬:০৮
হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়।

হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন (এএনআরএফ)-এর অর্থানুকূল্যে চালিত প্রকল্পে কাজের সুযোগ দিচ্ছে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়। সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

রসায়ন বিভাগের গবেষণা প্রকল্পে কাজ করতে হবে। সে জন্য প্রতিষ্ঠানের জুনিয়র রিসার্চ ফেলো (জেআরএফ) এবং সিনিয়র রিসার্চ ফেলো (এসআরএফ) প্রয়োজন। প্রকল্পটিতে কাজের মেয়াদ দু’বছরের। জেআরএফ প্রতি মাসে ৩৭ হাজার টাকা সাম্মানিক পাবেন। এসআরএফ পাবেন ৪২ হাজার টাকা করে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে রসায়ন বিষয়ে মাস্টার অফ সায়েন্স ডিগ্রি থাকা চাই। গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট অথবা ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট উত্তীর্ণ হওয়া চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

কী ভাবে আবেদন করবেন?

হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ৩১ জানুয়ারি আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখে নেওয়া যেতে পারে।

Advertisement
আরও পড়ুন