Accidental Deaths At Uluberia

পড়ে রইল নথি, শুনানিতে যাওয়ার পথে মৃত্যু বাবা এবং দুই সন্তানের! জখম মা, শোরগোল উলুবেড়িয়ায়

সাঁকরাইলের বানিপুর এলাকার সামিনার শ্বশুরবাড়ি। বাপের বাড়ি বাগনানের হাটুরিয়া-১ অঞ্চল এলাকায়। বুধবার এসআইআর শুনানির হাজিরা ছিল সামিনার। সে জন্য স্বামী-সন্তানকে নিয়ে বাপের বাড়ির এলাকায় যাচ্ছিলেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬ ১৭:৫৭
Bike Accident

ছবি: এআই সহায়তায় প্রণীত।

এসআইআর শুনানিকেন্দ্র বাপের বাড়ি এলাকায়। হাজিরা দেবেন বলে শ্বশুরবাড়ি থেকে স্বামীর সঙ্গে বেরিয়েছিলেন। সঙ্গে ছিল দুই নাবালক সন্তান। পথদুর্ঘটনা স্বামী এবং দুই সন্তানকে হারালেন মহিলা। তাঁর নিজের শারীরিক অবস্থাও আশঙ্কাজনক। বুধবার হাওড়ার উলুবেড়িয়ায় ১৬ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনায় শোরগোল এলাকায়।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, মৃতদের নাম শেখ সিরাজ (৩৫), শেখ হীরাজ (৭) এবং মেয়ে সঞ্জনা খাতুন (৪)। মৃত দুই নাবালক সিরাজের পুত্র এবং কন্যা। দুর্ঘটনায় জখম হয়েছেন সিরাজের স্ত্রী সামিনা বেগম।

সাঁকরাইলের বানিপুর এলাকার সামিনার শ্বশুরবাড়ি। বাপের বাড়ি বাগনানের হাটুরিয়া-১ অঞ্চল এলাকায়। বুধবার এসআইআর শুনানির হাজিরা ছিল সামিনার। সে জন্য স্বামী-সন্তানকে নিয়ে বাপের বাড়ির এলাকায় যাচ্ছিলেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উলুবেড়িয়া চেকপোস্টের কাছে একটি চারচাকার গাড়ি হঠাৎ করে সিরাজদের বাইকের সামনে এসে পড়ে। গাড়িটিকে পাশ কাটাতে গিয়ে বাইকের নিয়ন্ত্রণ হারান সিরাজ। বাইক নিয়ে একটি ট্রাকের পিছনে ধাক্কা মারেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জনের।

স্থানীয়দের সহায়তার চার জনকে উদ্ধার করেছে উলুবেড়িয়া থানার পুলিশ। আহত সামিনাকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। কিন্তু তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কলকাতার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ দুর্ঘটনাগ্রস্ত দু’টি যানকে আটক করেছে। কী ভাবে এবং কেন দুর্ঘটনা হল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

Advertisement
আরও পড়ুন