সারার পরে ইব্রাহিমকে কটাক্ষ ওরির! গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
সারা আলি খানের সঙ্গে ধুন্ধুমার ওরি তথা ওরহান অবত্রামণির। সারার মা অর্থাৎ অমৃতা সিংহকে নিয়ে পর্যন্ত বলতে ছাড়েননি ওরি। এ বার সারার ভাই ইব্রাহিম আলি খানের বিরুদ্ধে তোপ দাগলেন নেটপ্রভাবী। ‘নির্লজ্জ’ বলে আক্রমণ করলেন সইফ আলি খানের ছেলেকে।
এল্বিশ যাদবের পডকাস্টে উপস্থিত ছিলেন ওরি। সেখানে ইব্রাহিমকে নিয়ে তির্যক মন্তব্য করেন তিনি। সেই পডকাস্টের ঝলক সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে সারা আলি খানকে নিয়েও নানা কথা বলেন ওরি। তার মাঝেই ওরিকে এল্বিশ প্রশ্ন করেন, “বিনোদনজগতে সবচেয়ে নির্লজ্জ কে?” দু’বার না ভেবে ওরি বলেন, “ইব্রাহিম আলি খান সবচেয়ে নির্লজ্জ। ওকেও পডকাস্টে ডাকতে পারো।”
সারার সঙ্গে বন্ধুত্ব নিয়েও কথা বলেন ওরি। নেটপ্রভাবী বলেন, “এমন নয় যে বলিউডের তারকারা একটা হোয়াট্সঅ্যাপ গ্রুপে ছিলেন। আমাকে পরে সেখানে যোগ করা হয়েছে।”
সারার সঙ্গে ফোনে প্রথমে যোগাযোগ হয়েছিল ওরির। পরে নিউ ইয়র্কে গিয়ে সামনাসামনি সাক্ষাৎ হয় তাঁদের। এক বন্ধু মারফত তাঁদের প্রথম সাক্ষাৎ। সেখান থেকেই ভাল বন্ধুত্ব হয়ে যায়। প্রায়ই তাঁরা নিউ ইয়র্ক শহরে দেখা করতেন। কিন্তু সম্প্রতি সেই বন্ধুত্ব ভেঙে গিয়েছে।
সারা ও ওরি পরস্পরকে ইনস্টাগ্রামে ‘আনফলো’ও করে দিয়েছেন। কিছু দিন আগে ওরি তাঁর সমাজমাধ্যমে একটি রিল পোস্ট করেন। সবচেয়ে খারাপ কিছু নামের উদাহরণ দিয়েছেন ওরি। সেই তালিকায় রয়েছে তিনটি তাৎপর্যপূর্ণ নাম ছিল— অম়ৃতা, সারা, পলক। এখান থেকেই সমস্যার সূত্রপাত। সারার মায়ের নাম অমৃতা সিংহ এবং সারার ভাই ইব্রাহিম আলি খানের আলোচিত প্রেমিকার নাম পলক তিওয়ারি। এমনকি, সারার কর্মজীবন নিয়ে ব্যঙ্গ করেছেন ওরি। সারার মা অমৃতা সিংহের সঙ্গে তাঁর কোনও সমস্যা হয়েছে বলে শোনা যাচ্ছে।