ICMR Recruitment 2025

কলকাতা-সহ ১৪টি শহরে কর্মী নিয়োগ করবে আইসিএমআর, কী ভাবে হবে যোগ্যতা যাচাই?

ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর তরফে প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট বেছে নেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৫ ১৭:০২
National Institute for Research in Tuberculosis.

ন্যাশনাল ইনস্টিটিউট ফর রিসার্চ ইন টিউবারকিউলোসিস। ছবি: সংগৃহীত।

প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট হিসাবে কর্মী নিয়োগ করা হবে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) অধীনস্থ ন্যাশনাল ইনস্টিটিউট ফর রিসার্চ ইন টিউবারকিউলোসিসের তরফে কলকাতা-সহ ১৪টি দফতরে ওই পদে কর্মী নিয়োগ করা হবে। একটি গবেষণা প্রকল্পে নিযুক্তের কাজ চলবে। শূন্যপদ ১৬টি।

Advertisement

প্রাথমিক ভাবে চার মাসের চুক্তিতে কাজ চলবে। নিযুক্তেরা প্রতি মাসে ৬৭ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে পাবেন। আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া আবশ্যক।

ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস) ডিগ্রি অর্জন করেছেন, এমন প্রার্থীরা সংশ্লিষ্ট পদে কাজের জন্য আবেদন করতে পারবেন। তাঁদের যক্ষ্মা নিয়ে পূর্বে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

অনলাইনে আগ্রহীরা আবেদন জানাতে পারবেন। আবেদনপত্র পাঠানোর শেষ দিন ৯ এপ্রিল। আবেদনপত্রের সঙ্গে কী কী নথি থাকা প্রয়োজন, সেই বিষয়ে জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন