India Post GDS Recruitment 2024

২১,৪১৩টি পদে কর্মী নিয়োগ করবে ভারতীয় ডাক বিভাগ, আবেদনের শর্তাবলি কী?

বিপিএম পদে নিযুক্তদের বেতনক্রম হবে মাসে ১২,০০০-২৯,৩৮০ টাকা। অন্য দিকে, এবিপিএম এবং ডাক সেবক পদে নিযুক্তদের বেতনক্রম হবে মাসে ১০,০০০-২৪,৪৭০ টাকা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৫০
India Post

ভারতীয় ডাক বিভাগ। সংগৃহীত ছবি।

কেন্দ্রের যোগাযোগ মন্ত্রকের অধীনস্থ ভারতীয় ডাক বিভাগে কাজের সুযোগ। সম্প্রতি এমনটা জানিয়ে নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ডাক বিভাগের তরফে। জানানো হয়েছে, একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। এর জন্য সমগ্র আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে অনলাইনে। যা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।

Advertisement

ডাক বিভাগে গ্রামীণ ডাক সেবক (জিডিএস)-এর বিভিন্ন পদে দেশের বিভিন্ন অঞ্চলে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদের সংখ্যা ২১,৪১৩। জিডিএস-এর অধীনে যে সমস্ত পদমর্যাদায় কাজের সুযোগ পাবেন নিযুক্তরা, সেগুলি হল— ব্রাঞ্চ পোস্টমাস্টার (বিপিএম), অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার (এবিপিএম) এবং ডাক সেবক।

সমস্ত পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। বিপিএম পদে নিযুক্তদের বেতনক্রম হবে মাসে ১২,০০০-২৯,৩৮০ টাকা। অন্য দিকে, এবিপিএম এবং ডাক সেবক পদে নিযুক্তদের বেতনক্রম হবে মাসে ১০,০০০-২৪,৪৭০ টাকা।

আবেদনের জন্য প্রার্থীদের কোনও স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণির পরীক্ষায় অঙ্ক, ইংরেজি এবং মাতৃভাষার মতো বিষয় নিয়ে উত্তীর্ণ হতে হবে। এ ছাড়া, যোগ্যতার অন্য মাপকাঠির কথাও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

বিভিন্ন পদে শিক্ষাগত যোগ্যতার উপর নির্ভর করে মেধার ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। এর জন্য প্রার্থীদের ডাক বিভাগের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তরা বাদে বাকিদের আবেদনমূল্য বাবদ জমা দিতে হবে ১০০ টাকা। আবেদনের শেষ দিন আগামী ৩ মার্চ। আবেদনপত্রে কোনও ভুল থাকলে তা সংশোধন করা যাবে ৬ থেকে ৮ মার্চের মধ্যে। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য সংশ্লিষ্ট ওয়েবসাইট দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন