IOCL Recruitment 2025

কেন্দ্রীয় সরকারের অর্থপুষ্ট প্রকল্পে রিসার্চ অ্যাসোসিয়েট প্রয়োজন, আবেদনের শেষ দিন কবে?

নির্দিষ্ট সময়ের চুক্তিতে নিযুক্তকে কাজ করতে হবে। আবেদনকারীদের বয়স ৪০ বছরের মধ্যে হওয়া আবশ্যক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ মে ২০২৫ ১৬:৩৩
Indian Oil R&D Centre.

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। ছবি: সংগৃহীত।

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে কর্মখালি। প্রতিষ্ঠানের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের একটি গবেষণা প্রকল্পে কর্মী প্রয়োজন। ওই প্রকল্পে কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি (ডিবিটি) আর্থিক অনুদান দেবে। সংশ্লিষ্ট প্রকল্পে রিসার্চ অ্যাসোসিয়েট নিয়োগ করা হবে। শূন্যপদ একটি।

Advertisement

সংশ্লিষ্ট পদের জন্য রসায়ন, অর্গানিক কেমিস্ট্রি, ইন-অর্গানিক কেমিস্ট্রি, অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি, ফিজ়িক্যাল কেমিস্ট্রি বিষয়ে পিএইচডি ডিগ্রিপ্রাপ্ত ব্যক্তিদের আবেদন গ্রহণ করা হবে। তাঁদের বায়োফিউলস, বায়োকেমিক্যাল্‌স, বায়োপ্রোডাক্টস এবং এনার্জি রিসার্চ সংক্রান্ত বিষয়ে পূর্বে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

আবেদনকারীদের বয়স ৪০ বছরের মধ্যে হওয়া আবশ্যক। নির্দিষ্ট সময়ের চুক্তিতে নিযুক্তকে কাজ করতে হবে। ডিবিটি-র নিয়মানুসারে নিযুক্তের জন্য প্রতি মাসে পারিশ্রমিক বরাদ্দ করা হবে।

ইমেল মারফত আগ্রহীরা আবেদন জানানোর সুযোগ পাবেন। আবেদনের শেষ দিন ৩০ মে। আবেদনপত্রের সঙ্গে জীবনপঞ্জি, শংসাপত্রের মতো গুরুত্বপূর্ণ নথি পাঠানো আবশ্যক। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন