KNU Recruitment 2025

কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও অতিথি শিক্ষক নিয়োগ! কোন বিভাগে?

বিশ্ববিদ্যালয়ে আগামী ২১ জুলাই ইন্টারভিউয়ের আয়োজন করা হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৫ ১৭:৫৫
Kazi Nazrul University

কাজী নজরুল বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ। বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগের জন্য এই নিয়োগ। এ জন্য প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। আগ্রহীদের আগে থেকে আবেদন জানাতে হবে না। সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগে শিক্ষকতার সুযোগ মিলবে। নিয়োগ করা হবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং গেস্ট ফ্যাকাল্টি বা অতিথি শিক্ষক পদে। মোট শূন্যপদের সংখ্যা তিন।

অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং গেস্ট ফ্যাকাল্টি পদে আবেদনের জন্য কোনও বয়সসীমার উল্লেখ নেই বিজ্ঞপ্তিতে। জানানো হয়নি নিযুক্তদের পারিশ্রমিকও।

গেস্ট ফ্যাকাল্টি পদে আবেদনের জন্য ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা সম্পর্কিত বিষয়ে এমই বা এমটেক থাকতে হবে। এ ছাড়া অন্য পদটিতে আবেদনের জন্যও যোগ্যতার ভিন্ন মাপকাঠি রয়েছে।

বিশ্ববিদ্যালয়ে আগামী ২১ জুলাই ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। প্রার্থীদের জীবনপঞ্জি, আবেদনপত্র-সহ অন্য নথি নিয়ে সেখানে সকাল ১০টার মধ্যে পৌঁছে যেতে হবে। এই বিষয়ে বাকি তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

Advertisement
আরও পড়ুন