KVS Recruitment 2025

রাজ্যে কেন্দ্র সরকারি বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, যোগ্যতা যাচাই ইন্টারভিউয়ের মাধ্যমে

নার্স পদে আবেদনের জন্য প্রার্থীদের নার্সিংয়ে ডিপ্লোমা বা নার্সিংয়ে বিএসসি থাকতে হবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৫৯
Kendriya Vidyalaya Fort William

কেন্দ্রীয় বিদ্যালয়,ফোর্ট উইলিয়াম। সংগৃহীত ছবি।

কেন্দ্রীয় বিদ্যালয়ের ফোর্ট উইলিয়াম শাখায় শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি বিদ্যালয়ের ওয়েবসাইটে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জানানো হয়েছে, ২০২৫-’২৬ বর্ষের জন্য এই নিয়োগ। কর্মীরা সমস্ত পদে চুক্তির ভিত্তিতে আংশিক সময়ের জন্য কাজের সুযোগ পাবেন। প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। তাঁদের আগে থেকে আবেদন জানাতে হবে না।

Advertisement

বিদ্যালয়ে পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষক (পিজিটি), প্রশিক্ষিত গ্র্যাজুয়েট শিক্ষক (টিজিটি) প্রাথমিক শিক্ষক (পিআরটি), যোগাসনের শিক্ষক, কম্পিউটার প্রশিক্ষক, খেলাধুলোর কোচ, নাচের শিক্ষক, স্পেশাল এডুকেটর, কাউন্সেলর এবং নার্স নিয়োগ করা হবে। পড়াতে হবে হিন্দি, ইংরেজি, বিজ্ঞান, সমাজবিদ্যা-সহ নানা বিষয়। বিজ্ঞপ্তিতে মোট শূন্যপদের বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি।

সমস্ত পদেই আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে। নিযুক্তদের বেতনক্রমের বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু জানানো হয়নি।

নার্স পদে আবেদনের জন্য প্রার্থীদের নার্সিংয়ে ডিপ্লোমা বা নার্সিংয়ে বিএসসি থাকতে হবে। পাশাপাশি তাঁদের রেজিস্ট্রেশন থাকা এবং দু’বছরের পেশাগত অভিজ্ঞতা থাকাও জরুরি। একই ভাবে অন্য পদগুলিতে আবেদনের জন্যও যোগ্যতার ভিন্ন মাপকাঠি রয়েছে।

আগামী ১৩ ফেব্রুয়ারি বিদ্যালয়ে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ওই দিন প্রার্থীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি নিয়ে সকাল ৮টার মধ্যে উপস্থিত হতে হবে। নিয়োগের শর্তাবলি বিশদ জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন