MT Recruitment 2025

রাষ্ট্রায়ত্ত সংস্থা দেবে ইঞ্জিনিয়ারদের প্রশিক্ষণ, কোন বিভাগের পড়ুয়ারা পাবেন আবেদনের সুযোগ?

ইস্পাত মন্ত্রকের অধীনস্থ সংস্থা এমএসটিসি লিমিটেড-এ (মেটাল স্ক্র্যাপ ট্রেড কর্পোরেশন লিমিটেড নাম পূর্ব পরিচিত) ম্যানেজমেন্ট ট্রেনি হিসাবে ইঞ্জিনিয়ারদের প্রশিক্ষণ দেবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২৫ ১৯:০৪
এমএসটিসি লিমিটেড-এ (মেটাল স্ক্র্যাপ ট্রেড কর্পোরেশন লিমিটেড নাম পূর্ব পরিচিত)

এমএসটিসি লিমিটেড-এ (মেটাল স্ক্র্যাপ ট্রেড কর্পোরেশন লিমিটেড নাম পূর্ব পরিচিত) ছবি: সংগৃহীত।

ইঞ্জিনিয়ারেরা কলকাতার রাষ্ট্রায়ত্ত সংস্থায় চাকরির সুযোগ পাবেন। কলকাতার এমএসটিসি লিমিটেড (মেটাল স্ক্র্যাপ ট্রেড কর্পোরেশন লিমিটেড নাম পূর্ব পরিচিত)-এ ম্যানেজমেন্ট ট্রেনি নিয়োগ করা হবে। ওই কাজের জন্য ইঞ্জিনিয়াদের প্রশিক্ষণ দেওয়া হবে। শূন্যপদ ৩৭টি।

Advertisement

ইলেকট্রনিক্স, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিরা প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাবেন। এ ছাড়াও কম্পিউটার অ্যাপ্লিকেশন, আইন, বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন, তাঁদেরও প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, সার্টিফায়েড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টরাও ম্যানেজমেন্ট ট্রেনি হিসাবে যোগদানের সুযোগ পাবেন।

নিযুক্তের বয়স ২৮ বছরের মধ্যে হওয়া দরকার। তাঁকে প্রতি মাসে ৫০,০০০ থেকে ১,৬০,০০০ টাকা বেতনক্রমে পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। এক বছরের জন্য নিযুক্তদের প্রশিক্ষণ চলবে। প্রশিক্ষণ শেষে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে পদোন্নতি হবে তাঁদের।

অনলাইনে আগ্রহীদের আবেদন গ্রহণ করা হবে। ১৫ নভেম্বর থেকে আবেদন জমা দিতে পারবেন, ৩০ নভেম্বর আবেদনের শেষ দিন। কম্পিউটার বেসড টেস্ট-এর মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। কলকাতা, নয়া দিল্লি, রাঁচি, ভুবনেশ্বর-সহ বিভিন্ন শহরে পরীক্ষা দিতে পারবেন। কবে তা হবে, সংস্থার ওয়েবসাইট (mstcindia.co.in) মারফত সেই তথ্য জানা যাবে।

Advertisement
আরও পড়ুন