WB Health Recruitment 2025

কর্মী নিয়োগ হবে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে, কী ভাবে আবেদন করবেন?

অনূর্ধ্ব ৬৫ বছর বয়সি ব্যক্তিকে বেছে নেওয়া হবে। পারিশ্রমিক হিসাবে প্রতি মাসে ১৪ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৫১
Midnapore Medical College and Hospital.

মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। ছবি: সংগৃহীত।

মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কর্মখালি। ফেসিলিটি ম্যানেজার পদে অবসরপ্রাপ্ত কর্মী নিয়োগ করা হবে। মোট চারটি শূন্যপদ রয়েছে। কাজ করতে হবে নির্দিষ্ট সময়ের চুক্তিতে।

Advertisement

আবেদনকারীদের ওয়ার্ড মাস্টার বা ফেসিলিটি ম্যানেজার হিসাবে পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন। প্রার্থীদের বয়স ৬৫ বছরের মধ্যে হওয়া বাঞ্ছনীয়।

এই কাজে পারিশ্রমিক হিসেবে বরাদ্দ হয়েছে ১৪ হাজার টাকা। আবেদনকারীদের সরাসরি ইন্টারভিউয়ের জন্য উপস্থিত থাকতে হবে।

১৮ ফেব্রুয়ারি মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপালের অফিসে ইন্টারভিউ নেওয়া হবে। ওই দিন কর্মজীবনের অভিজ্ঞতা, মেডিক্যাল ফিটনেস সার্টিফিকেট এবং অন্যান্য আনুষঙ্গিক নথি সঙ্গে রাখা প্রয়োজন। ইন্টারভিউ সম্পর্কে আরও তথ্য জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন