WBCHSE HS Exam 2025

নাম জমা পড়েনি বহু পড়ুয়ার, উচ্চ মাধ্যমিকের আগেও চলবে রেজিস্ট্রেশন

মাধ্যমিক শুরু হওয়ার আগেই নাম নথিভুক্তকরণ এবং অ্যাডমিট কার্ড নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। সেই ঘটনার পুনরাবৃত্তি আটকাতেই নতুন করে পোর্টাল চালু করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ১২:১২
Madhyamik Exam 2025.

প্রতীকী চিত্র।

মাধ্যমিক থেকে শিক্ষা নিয়ে বিশেষ পদক্ষেপ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। মাধ্যমিক শুরু হওয়ার আগেও বহু পরীক্ষার্থী হাতে পায়নি অ্যাডমিট কার্ড। কলকাতা হাইকোর্টে এই অভিযোগে মামলা হওয়ায় নড়েচড়ে বসে পর্ষদ। এ বার সেই ঘটনার পুনরাবৃত্তি রুখতে নতুন করে অনলাইনে নাম নথিভুক্তকরণের পোর্টাল চালু করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। প্রসঙ্গত, ৩ মার্চ থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা।

Advertisement

বৃহস্পতিবার ওই মামলায় বিচারপতি বিশ্বজিৎ বসুর পর্যবেক্ষণ, স্কুলের ভুলেই অ্যাডমিট কার্ড পাচ্ছে না পরীক্ষার্থীরা। ফলে স্কুলকেই তার দায় নিতে হবে। বিচারপতির নির্দেশ, ‘‘প্রধানশিক্ষক বা স্কুল কর্তৃপক্ষকে পরীক্ষার্থীদের বাড়িতে গিয়ে অ্যাডমিট কার্ড দিয়ে আসতে হবে।’’ এর জন্য ৮-১০টি স্কুলকে জরিমানাও করেছেন বিচারপতি।

পরীক্ষা শুরু হওয়ার ২৫ দিন বাকি থাকতে পুনরায় অনলাইনে রেজিস্ট্রেশন চালু করার বিষয়ে যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পার্থপ্রতিম বৈদ্য বলেন,“ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে শিক্ষা সংসদ সিদ্ধান্ত গ্রহণ করেছে। তা ছাড়াও বেশ কিছু স্কুল এখনও পর্যন্ত ফর্ম ফিলাপ করেনি সময় মতো। তাদের সুযোগ করে দিতেই শেষ মুহূর্তে এই সিদ্ধান্ত।”

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, মোট দু’দিনের জন্য চালু করা হবে পোর্টাল। ১২ এবং ১৩ই ফেব্রুয়ারির মধ্যে স্কুলগুলিকে অনলাইনে পড়ুয়াদের নাম নথিভুক্তকরণের কাজ সম্পূর্ণ করতে হবে। সূত্রের খবর, এখনও পর্যন্ত প্রায় ৫০০ জন পরীক্ষার্থীর নাম নথিভুক্ত করা হয়নি। অন্য দিকে, চলতি বছরে পরীক্ষার্থীর সংখ্যাও কমে দাঁড়িয়েছে প্রায় সাড়ে ৫ লক্ষ।

Advertisement
আরও পড়ুন