CSIR Recruitment 2025

রাষ্ট্রায়ত্ত সংস্থায় কর্মখালি, একাধিক পদে কর্মী নিয়োগ, কারা পাবেন আবেদনের সুযোগ?

ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। তবে, এর জন্য তাঁদের একটি ফর্ম পূরণ করে সঙ্গে আনা প্রয়োজন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ জুলাই ২০২৫ ১৮:১৩
National Aerospace Laboratories.

ন্যাশনাল এরোস্পেস ল্যাবরেটরিজ়। ছবি: সংগৃহীত।

ন্যাশনাল এরোস্পেস ল্যাবরেটরিতে কর্মখালি। ওই রাষ্ট্রায়ত্ত সংস্থায় প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট, প্রজেক্ট অ্যাসোসিয়েট, সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট এবং প্রিন্সিপাল প্রজেক্ট অ্যাসোসিয়েট পদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ৫১টি।

Advertisement

উল্লিখিত পদে মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা থেকে শুরু করে বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিং শাখার বিভিন্ন বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নদের নিয়োগ করা হবে। তবে এ ক্ষেত্রে নিযুক্তদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) কিংবা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হওয়া আবশ্যক। একই সঙ্গে তাঁদের বয়স ৩৫ থেকে ৪২ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।

নিযুক্তরা প্রতি মাসে ২০ হাজার থেকে ৩৫ হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক হিসাবে পাবেন। নির্দিষ্ট সময়ের চুক্তিতে তাঁদের কাজ সম্পূর্ণ হবে। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করবে ন্যাশনাল এরোস্পেস ল্যাবরেটরি। তবে, এই প্যানেলে থাকা ওয়েটিং লিস্টের বৈধতা এক বছর পর্যন্ত থাকবে।

১৫, ১৬ এবং ২২ জুলাই ইন্টারভিউ নেওয়া হবে। ওই দিন বিজ্ঞপ্তিতে দেওয়া ফর্ম পূরণ করে সঙ্গে রাখা আবশ্যক। ন্যাশনাল এরোস্পেস ল্যাবরেটরির বেঙ্গালুরুর ক্যাম্পাসে ইন্টারভিউ নেওয়া হবে। কখন পৌঁছোতে হবে, কোন নথি সঙ্গে রাখা দরকার, এই সমস্ত বিষয়ে জানতে মূল বিজ্ঞপ্তিটি ন্যাশনাল এরোস্পেস ল্যাবরেটরির (nal.res.in) ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন