NFDC Recruitment 2026

ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড-এ কর্মখালি, কোন পদে নিয়োগ, বেতন কত?

অ্যাডমিনিস্ট্রেটিভ এবং অ্যাকাউন্টস বিভাগে কাজ করতে হবে। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। শূন্যপদ একটি। প্রার্থীর বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৬ ১৯:৪০
ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড।

ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। ছবি: সংগৃহীত।

ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড-এ (এনএফডিসি) রয়েছে চাকরির সুযোগ। সম্প্রতি সংস্থার ওয়েবসাইটে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কর্মস্থল হবে মুম্বই।

Advertisement

সিনিয়র এগ্‌জ়িকিউটিভ পদে নিয়োগ করা হবে কর্মী। অ্যাডমিনিস্ট্রেটিভ এবং অ্যাকাউন্টস বিভাগে কাজ করতে হবে। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। শূন্যপদ একটি। প্রতি মাসে ৫৫ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক অথবা স্নাতকোত্তর যোগ্যতা থাকা চাই। সংশ্লিষ্ট বিভাগে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই। প্রার্থীর বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড-এর ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ১৬ জানুয়ারি আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

এ সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড-এর ওয়েবসাইট দেখে নেওয়া যেতে পারে।

Advertisement
আরও পড়ুন