NHAI Recruitment 2025

ন্যাশনাল হাইওয়েজ় অথরিটি অফ ইন্ডিয়ায় ৬০ জন কর্মী নিয়োগ, কোন পদে?

নিযুক্তদের বেতন কাঠামো হবে মাসে ৫৬,১০০-১,৭৭,৫০০ টাকা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ মে ২০২৫ ১৮:৪৫
NHAI

ন্যাশনাল হাইওয়েজ় অথরিটি অফ ইন্ডিয়া (এনএইচএআই)। সংগৃহীত ছবি।

রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশনাল হাইওয়েজ় অথরিটি অফ ইন্ডিয়া (এনএইচএআই)-য় চাকরির সুযোগ। সংস্থার ওয়েবসাইটে এই মর্মে নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, সংস্থায় একটি পদমর্যাদায় কর্মী নিয়োগ করা হবে। এর জন্য অনলাইনেই সম্পন্ন হবে সমগ্র আবেদন প্রক্রিয়া। যা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।

Advertisement

সংস্থায় নিয়োগ হবে ডেপুটি ম্যানেজার (টেকনিক্যাল) পদে। মোট শূন্যপদের সংখ্যা ৬০। আবেদনকারীদের বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। পাশাপাশি। তাঁদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক উত্তীর্ণ হওয়া জরুরি। নিযুক্তদের বেতনকাঠামো হবে মাসে ৫৬,১০০-১,৭৭,৫০০ টাকা।

আগ্রহীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ৯ জুন আবেদনের শেষ দিন। এর পর চলতি বছরের গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং (গেট)- এ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে প্রাপ্ত নম্বর এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে সংস্থায় কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে সবিস্তার জানতে প্রার্থীদের সংস্থার ওয়েবসাইট থেকে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন