NSOU Recruitment 2025

নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে কর্মীর খোঁজ, কোন বিভাগের জন্য করা যাবে আবেদন?

আগামী ১৬ সেপ্টেম্বর বিধাননগরে বিশ্ববিদ্যালয়ের সদর দফতরে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৩৯
NSOU

নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় (এনএসওইউ)-এ কর্মী নিয়োগ করা হবে। বিদ্যালয়ের ওয়েবসাইটে নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, প্রতিষ্ঠানের একটি গবেষণা প্রকল্পে কাজের সুযোগ রয়েছে। নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। আগ্রহীদের আগে থেকে আবেদন জানাতে হবে না।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স বিভাগে নিয়োগ হবে এনিউমারেটর পদে। শূন্যপদ তিনটি। সংশ্লিষ্ট বিভাগে ‘অ্যালাইনিং ভোকেশনাল এডুকেশন উইথ ইউজি কোর্স কারিকুলাম টুওয়ার্ডস কমিউনিটি ইম্প্রুভমেন্ট স্ট্র্যাটেজি: উইথ স্পেশাল রেফারেন্স টু অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং’ শীর্ষক গবেষণা প্রকল্পের ডেটা কালেকশন এবং কম্পাইলেশনের কাজ করতে হবে নিযুক্তদের। তাঁদের কাজের মেয়াদ থাকবে ছ’মাস। দৈনিক পারিশ্রমিকের পরিমাণ ৩০০ টাকা।

সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে স্নাতকোত্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। এ ছাড়া, বাকি মাপকাঠি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আগামী ১৬ সেপ্টেম্বর বিধাননগরে বিশ্ববিদ্যালয়ের সদর দফতরে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। আগ্রহীদের ওই দিন জীবনপঞ্জি-সহ অন্য সমস্ত নথি নিয়ে দুপুর ১২টার মধ্যে উপস্থিত হতে হবে। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানতে প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন