প্রতীকী ছবি।
হুগলির প্রশাসনিক বিভাগে চাকরির সুযোগ। সম্প্রতি জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টর অফিসের তরফে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
কর্মবন্ধু নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। প্রথমে কাজের মেয়াদ এক বছরের, পরে প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি করা হবে। হুগলি জেলা বিচারকের কার্যালয়ের তরফে এই নিয়োগ। শূন্যপদ দু’টি। প্রতি মাসে ৫ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। অষ্টম শ্রেণি পাশ করলেই আবেদন করা যাবে। প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হওয়া চাই।
ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে কর্মী। ১৭ জানুয়ারি সকাল ১০টার মধ্যে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় পৌঁছে যেতে হবে। বিজ্ঞপ্তিটি দেখতে প্রথমে হুগলির প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখান থেকেই এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।