Jobs in Hooghly 2025

হুগলি জেলায় চাকরি খুঁজছেন? সুযোগ রয়েছে প্রশাসনিক বিভাগে

এমডিএম কো-অর্ডিনেটর পদে বেতন মিলবে ১৮ হাজার টাকা। অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট পদে বেতন দেওয়া হবে প্রতি মাসে ১১ হাজার টাকা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৫ ১৭:০৭
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

হুগলির জেলা ম্যাজিস্ট্রেটের দফতরে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি জেলার প্রশাসনিক ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তিতে সে কথা জানানো হয়েছে। নিয়োগ হবে ইন্টারভিউয়ের মাধ্যমে।

Advertisement

ওই দফতরে এমডিএম (মিড ডে মিল) কো-অর্ডিনেটর এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট নেওয়া হবে। মোট শূন্যপদ রয়েছে দু’টি। উভয় পদে চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। এমডিএম কো-অর্ডিনেটর পদে বেতন মিলবে ১৮ হাজার টাকা। অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট পদে বেতন দেওয়া হবে প্রতি মাসে ১১ হাজার টাকা। তবে, উভয় পদে আবেদনের জন্য অবসরপ্রাপ্ত কর্মী হতে হবে। আবেদনকারীদের বয়স হতে হবে ৬৫ বছরের মধ্যে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। ৫ ফেব্রুয়ারি বেলা ১১টার মধ্যে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় পৌঁছে যেতে হবে আগ্রহীদের। হুগলির প্রশাসনিক ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখান থেকেই এই বিষয়ে সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানা যাবে।

Advertisement
আরও পড়ুন