OIL Recruitment 2025

জিয়োলজি বা রিমোট সেন্সিং নিয়ে পড়াশোনা! সুযোগ মিলতে পারে অয়েল ইন্ডিয়া লিমিটেড-এ

নিযুক্তদের জন্য প্রতিদিনের নিরিখে সাম্মানিক হিসাবে ১০ হাজার টাকা থেকে ২০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৫ ১৭:৩৯
অয়েল ইন্ডিয়া লিমিটেড।

অয়েল ইন্ডিয়া লিমিটেড। ছবি: সংগৃহীত।

অয়েল ইন্ডিয়া লিমিটেড-এ কর্মখালি। প্রতিষ্ঠানের নয়ডার অফিসে ডোমেন এক্সপার্ট পদে নিয়োগ করা হবে। শূন্যপদ ৫৫টি।

Advertisement

সংশ্লিষ্ট পদে জিয়োলজি, জিয়োসায়েন্স, রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস, জিয়োকেমিস্ট্রি, প্যালেন্টোলজি অ্যান্ড সেডিমেন্টোলজি, ইঞ্জিনিয়ারিং শাখার প্রোডাকশন, ড্রিলিং, মেকানিক্যাল বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের নিয়োগ করা হবে। তাঁদের সরকারি বা বেসরকারি তেল সংশোধনাগার, জিয়োলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া-র অধীনে অন্তত ৩০ বছরের কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

আবেদনকারীদের বয়স ৬৩ বছরের মধ্যে হতে হবে। একই সঙ্গে তাঁদের রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড কমপ্লায়েন্স, গ্যাস পাইপলাইন ডিজ়াইন অপারেশন নিয়ে কাজের প্রশিক্ষণ এবং অনুমোদন থাকা প্রয়োজন। মোট দু’বছরের চুক্তিতে তাঁদের কাজ করতে হবে। নিযুক্তদের জন্য প্রতিদিনের নিরিখে সাম্মানিক হিসাবে ১০ হাজার টাকা থেকে ২০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।

ই-মেল মারফত আগ্রহীরা আবেদন জানানোর সুযোগ পাবেন। আবেদনের শেষ দিন ২০ ডিসেম্বর। আবেদনপত্রের সঙ্গে জীবনপঞ্জি, শংসাপত্রের মতো গুরুত্বপূর্ণ নথি পাঠানো আবশ্যক। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

Advertisement
আরও পড়ুন