Prasar Bharati Recruitment 2026

প্রসার ভারতীর তরফে কর্মীর খোঁজ, কর্মস্থল হবে কলকাতা, ভুবনেশ্বর-সহ দেশের অন্য শহর

কলকাতা, চেন্নাই, মুম্বই, হায়দরাবাদে পোস্টিং হলে নিযুক্তদের বেতন হবে মাসে ৩৫,০০০ থেকে ৫০,০০০ টাকা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৬ ১৮:৩৯
Prasar Bharati

প্রসার ভারতী। ছবি: সংগৃহীত।

কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রক অধীনস্থ সংস্থা প্রসার ভারতীতে কর্মখালি। তেমনই ঘোষণা করা হয়েছে সংস্থার তরফে। জানানো হয়েছে, সংস্থার বিভিন্ন কেন্দ্রে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। প্রার্থীদের থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।

Advertisement

সংস্থায় নিয়োগ হবে মার্কেটিং এগজ়িকিউটিভ পদে। শূন্যপদের সংখ্যা ১৪। নিযুক্তেরা কলকাতা, পটনা, কটক, ভুবনেশ্বর, রাঁচি, হায়দরবাদ, মুম্বই-সহ দেশের অন্য শহরে কাজের সুযোগ পাবেন। সংস্থায় তাঁদের দু’বছরের চুক্তিতে কাজের সুযোগ মিলবে।

কলকাতা, চেন্নাই, মুম্বই, হায়দরাবাদে পোস্টিং হলে নিযুক্তদের বেতন হবে মাসে ৩৫,০০০ থেকে ৫০,০০০ টাকা। দেশের অন্য শহরে পোস্টিং দেওয়া হলে কর্মীদের মাসিক বেতন হবে ৩৫,০০০ থেকে ৪২,০০০ টাকা।

আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। থাকতে হবে এমবিএ, এমবিএ মার্কেটিং ডিগ্রি অথবা মার্কেটিং বা ম্যানেজমেন্টে পিজি ডিপ্লোমা। একইসঙ্গে থাকতে হবে ন্যূনতম এক বছরের পেশাগত অভিজ্ঞতাও।

চাকরিপ্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে আবেদনপত্র জমা দিতে হবে। আগামী ২২ জানুয়ারি আবেদনের শেষ দিন। এর পর পরীক্ষা বা ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে।

Advertisement
আরও পড়ুন