Intern Recruitment 2025

শিক্ষানবিশ প্রয়োজন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে, কোন বিভাগের জন্য করা যাবে আবেদন?

ইন্টার্নশিপের মেয়াদ দু’মাস। যা চলবে আগামী ডিসেম্বর ২০২৫ থেকে জানুয়ারি ২০২৬ পর্যন্ত। নিযুক্ত প্রার্থী প্রতি মাসে পারিশ্রমিক পাবেন ৫০০০ টাকা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৫ ১৫:৫৪
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়।

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

বিজ্ঞান পড়ুয়াদের জন্য গবেষণার কাজে যোগ দেওয়ার সুযোগ রয়েছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সেস (আইএইচএস)-এ। সম্প্রতি এই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের নিউটাউন ক্যাম্পাসের একটি গবেষণা প্রকল্পে কাজের জন্য প্রজেক্ট ইন্টার্ন পদে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। শূন্যপদ রয়েছে একটি। ইন্টার্নশিপের মেয়াদ দু’মাস। যা চলবে আগামী ডিসেম্বর ২০২৫ থেকে জানুয়ারি ২০২৬ পর্যন্ত। প্রতি মাসে ৫০০০ টাকা পারিশ্রমিক পাওয়া যাবে। গবেষণা প্রকল্পটি ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি-র অন্তর্গত সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ডের অর্থানুকূল্যে চালিত। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বায়োটেকনোলজি অথবা মলিকিউলার বায়োলজি বিষয়ে মাস্টার অফ সায়েন্স ডিগ্রি থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

প্রথমে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আগ্রহীদের জীবনপঞ্জি এবং ২৫০ শব্দের স্টেটমেন্ট অফ পারপাস (এসওপি) লিখতে হবে। এরপর সেটি বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী ই-মেল করতে হবে। ২৩ নভেম্বরের মধ্যে জমা দিতে হবে আবেদনপত্র। ইন্টাভিউ হবে ২৫ নভেম্বর। এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে।

Advertisement
আরও পড়ুন