Student Internship

শিক্ষানবিশ নিয়োগ করবে রাজ্যের বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রকল্পে মিলবে কাজের সুযোগ

প্রতিষ্ঠানের লাইফ সায়েন্স বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। শূন্যপদ রয়েছে একটি। তবে এই প্রকল্পে কাজ মাত্র ৬০ দিনের।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৫ ১৬:৫২
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

গবেষণা প্রকল্পে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি-র সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ডের অর্থানুকূল্যে চালিত প্রকল্পে শিক্ষানবিশ (ইন্টার্ন) নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানের লাইফ সায়েন্স বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। শূন্যপদ রয়েছে একটি। তবে এই প্রকল্পে কাজ মাত্র ৬০ দিনের। প্রতি মাসে ফেলোশিপ দেওয়া হবে ৫ হাজার টাকা। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠানের থেকে জীবন বিজ্ঞান/প্রাণিবিদ্যা/বায়োটেকনোলজি বিষয়ে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর-সহ স্নাতক যোগ্যতা থাকা চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

কী ভাবে আবেদন করবেন?

প্রথমে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৭ ফেব্রুয়ারি ২০২৫। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement
আরও পড়ুন