AIIMS Kalyani Recruitment 2026

কল্যাণীর এমস-এ শিক্ষকতার সুযোগ, কোন কোন বিভাগের জন্য আবেদন গ্রহণ করা হবে?

নিযুক্তদের পারিশ্রমিক মাসে ১৫,৬০০-৩৯,১০০ টাকা। এ ছাড়া গ্রেড পে বাবদ অতিরিক্ত ৫,৪০০ টাকাও দেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৬ ১৯:৩৪
AIIMS Kalyani

এমস কল্যাণী। ছবি: সংগৃহীত।

শিক্ষকতার সুযোগ কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এমস)-এ। প্রতিষ্ঠানের দু’টি বিভাগে বিভিন্ন বিষয় পড়ানোর জন্য কর্মী নিয়োগ করা হবে। তাঁরা চুক্তির ভিত্তিতে প্রতিষ্ঠানে পড়াতে পারবেন। নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। এ জন্য প্রার্থীদের আগে থেকে আবেদন জানাতে হবে না।

Advertisement

প্রতিষ্ঠানে দু’জন টিউটর নিয়োগ করা হবে। তাঁরা অ্যানাটমি এবং বায়োকেমিস্ট্রি বিভাগে শিক্ষকতা করতে পারবেন। তাঁদের চাকরির মেয়াদ থাকবে সর্বাধিক এক বছর। নিযুক্তদের পারিশ্রমিক মাসে ১৫,৬০০-৩৯,১০০ টাকা। এ ছাড়া গ্রেড পে বাবদ অতিরিক্ত ৫,৪০০ টাকাও দেওয়া হবে।

সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পাওয়া এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। যাঁদের মেডিক্যাল বায়োকেমিস্ট্রি বা হিউম্যান অ্যানাটমিতে স্নাতকোত্তর রয়েছে, তাঁরাও টিউটর পদে দু’টি বিভাগে আবেদন করতে পারবেন।

আগামী ৩ ফেব্রুয়ারি প্রতিষ্ঠানেই সকাল ১০টা থেকে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। প্রার্থীদের ওই দিন আবেদনপত্র-সহ বাকি নথি নিয়ে সকাল ৯টার মধ্যে উপস্থিত হতে হবে। এ সংক্রান্ত বাকি তথ্য বিশদে জানা যাবে প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে।

Advertisement
আরও পড়ুন